Re: বাংলাদেশের জয়!
হে হে আজ আমি অস্ট্রেলিয়ার সাপোর্টার।
আপনার প্রতি সমবেদনা থাকল
(এটা এই থ্রেডের ১০০তম উত্তর!!!!!)
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশের জয়!
হে হে আজ আমি অস্ট্রেলিয়ার সাপোর্টার।
আপনার প্রতি সমবেদনা থাকল
(এটা এই থ্রেডের ১০০তম উত্তর!!!!!)
(এটা এই থ্রেডের ১০০তম উত্তর!!!!!)
শামীম ভাই আমারে আর টাইম দিলেন না--(
যাই হোক বাংলাদেশের জয়রথ চলতে থাকুক আশাকরি ২০০তম উত্তর আমিই দিব।
আজকে আমি আবার শ্রিলঙ্কার সাপোর্টার।
এশিয়ান হিসাবে আমি শ্রিলঙ্কার সাপোর্টার।
শ্রীলংকাতে যেভাবে সেমিফাইনালের আগ থেকে ওয়ার্ল্ড কাপ উপলক্ষ্যে ধর্ম-কর্ম শুরু হয়ে গেছে, এই সংবাদ পড়ে যেকোনো প্রতিপক্ষ তাতেই তো ভয় পেয়ে হেরে যাবার কথা।
১৯৯৬ সালে পাকিস্থানে ফাইনালে শ্রিলংকা এই অষ্ট্রেলিয়াকে পরাজিত করে বিশ্বকাপ জিতেছিলো। তাই এবারও ফাইনালে শ্রিলংকা এবং অষ্ট্রেলিয়া মুখোমুখি।
আর একটু পরেই বিশ্বকাপ ফাইনাল। কে জিতবে বিশ্বকাপ? হুউউউউউউউউ।
৯৬ তে শ্রিলঙ্কার সাপোর্টার ছিলাম এবং এই ২০০৭ -এ ঐ একই দল, একই ফল।
শামীম লিখেছেন:(এটা এই থ্রেডের ১০০তম উত্তর!!!!!)
শামীম ভাই আমারে আর টাইম দিলেন না--(
যাই হোক বাংলাদেশের জয়রথ চলতে থাকুক আশাকরি ২০০তম উত্তর আমিই দিব।
আজকে আমি আবার শ্রিলঙ্কার সাপোর্টার।
আপনার আশা পূর্ণ হউক।
যদিও শ্রিলংকা হেরে গেছে তথাপী বলব শ্রিলংকাই হয়তবা জিততো যদি বৃষ্টি বাধা হয়ে না দাঁড়াতো, বৃষ্টি তাদের স্বাভাবিক খেলায় ছন্দ পতন ঘটিয়েছে।
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশের জয়!
০.০৭৮৯৮৪৯৭৫৮১৪৮১৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৫.২৩৫৭৯৬৬৮৩৮৪২ টি কোয়েরী চলেছে