টপিকঃ ভালো-মন্দ
প্রিয় বটগাছ,
মেকী ভালো থাকা ভালো লাগছে না আর! ভালো থাকার অভিনয় আর কত বলতে পারো? ভালো রকমের খারাপ মনটা আমার...চারদিকে ভালো থাকার কত বিপুল আয়োজন....অথচ আমি কেন থেকে গেলাম ভালো না থাকার দলে? ভালো কোনো উত্তর জানা আছে তোমার?
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।