টপিকঃ ICL এ যোগদান প্রসঙ্গে দুটি কথা
টেলিভিশনে খবরে শুনলাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান বা সাবেক কিছু MC ( মেরিটেরিয়াস ক্রিকেটার, অন্য কিছু না ) বাংলাদেশের ক্রিকেট ছেড়ে ICL এ যোগ দিচ্ছে। একটু আগেই শুনলাম বাশার বলল যে সে নাকি টাকা পয়সার ব্যাপার নয়, হতাশ হয়ে ICL এ যোগ দিচ্ছে।
এ ব্যাপারটাকে আপনার কিভাবে মুল্যায়ন করবেন?
আমি আগেই আমার মতামত দিচ্ছি, আর তা হল এতে আমি ব্যাক্তিগত ভাবে খুবই খুশি। বিশেষ করে এরা যে ICL এ খেলার সুযোগ পেয়েছে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এতে অনেক গুলো সুবিধাজনক দিক আছে।
১. এরা এমনিতেই বেশ কিছুদিন ধরেই এত বাজে পারফরম্যান্স করছে যা প্রতি ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগেই আমি ভাবি এবার আর কত খারাপ ভাবে, লজ্জাজনক ভাবে পরাজিত হবে? যার ফলে আমি অনেকদিন ধরেই ক্রিকেট দেখা বাদ দিয়েছি। আর প্রত্যাশা অনেক কমিয়ে দিয়েছি। এরা চলে গেলে নতুন খেলোয়ার রা আসবে যারা ভাল কিছু করার চেষ্টা করবে। হয়ত অভিজ্ঞতা কম থাকবে তার পরও বড় পরাজয় মেনে নিতে কষ্ট কম হবে।
২. এরা বাংলাদেশের জাতীয় দলের জন্য লজ্জাজনক ফলাফলের ঝুড়ি বড় করা ছাড়া আর কিছু করছে না সে যায়গায় যদি বাইরে থেকে কিছু অর্থ রোজগার করতে পারে তা আমাদের অর্থ মন্ত্রনালয়ের জন্য একটা সুখবর বৈকি। এতে কিছু বৈদেশিক আয় হবে যাতে তারাও খুশি আমিও খুশি। (আরও অনেকে খুশি হতে পারে)
৩. যদি কখনও ICC এসব ICL এর অস্পৃশ্য খেলোয়ারদের জাতীয় দলে মেনে নেয় তাহলে সেদিন প্রয়োজন হলে ICL এ খেলা এসকল খেলোয়ার দেরকে আবার জাতীয় দলে নেওয়া যেতে পারে যেখানে তাদের অভিজ্ঞতা আরও বড় থাকবে। এক্ষেত্রে স্থানীয় বর্তমান খেলোয়ার ও তাদের (ICL এ খেলা ) মাঝে যোগ্যতার একটা চরম প্রতিযোগিতা হবে যার সুফল বাংলাদেশ জাতীয় দল পাবে।
এখন কথা এসে যায় তাহলে কি আমাদের জাতীয় দল সবসময় খারাপ খেলেই যাবে? কেন তা কেন কয়েক বছর পর পর একটা করে রঙ ছিটানো মিরাক্কেল থাকবে বলেই আমার বিশ্বাস। এভাবেই চলবে আমাদের ক্রিকেট। আর ধারাবাহিক ভাল ফলাফল? সেটা মনে হয় অনেক দুরের ব্যাপার। কারন অভিজ্ঞতা কোন কাজেই আসছে না তা ইতি মধ্যেই দেখেছি।