সর্বশেষ সম্পাদনা করেছেন দত্ত (২০-০৪-২০০৮ ০৩:২৭)

টপিকঃ হোয়াইট হাউজ সাদা কেন?

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত হোয়াইট হাউজ। এটা সবাই জানে যে, হোয়াইট হাউজ হল যুক্তরাষ্ট্রের সরকারের প্রধান কার্যালয় ও রাষ্ট্রপতির বাসভবন। তবে এর নাম হোয়াইট হাউজ কেন এবং এর রঙ সাদাই বা কেন? এটি ১৭৯২ সালের ১৩ই অক্টোবর স্থাপিত হয় এবং ১৮০০ সালে নির্মাণ কার্য শেষ হয়। ১৮১৪ সালে যুদ্ধের সময় ব্রিটিশ সেনারা ভবনটিতে আগুন জ্বালিয়ে দেয়। যুদ্ধ থামলে পুনরায় এর সংস্কার কাজ শুরু হয়। ভবনটির দেয়ালে আগুনের পোড়া দাগ ও ধোঁয়ার ছাপ ঢাকার জন্য দেয়ালের ওপর সাদা রঙের প্রলেপ দেয়া হয়। সেই থেকে এটি হোয়াইট হাউজ নামে পরিচিত।

সূত্রঃ সাপ্তাহিক বাঙালী (নিউ ইয়র্ক)

সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (১২-০৬-২০০৮ ০৭:৪৪)

Re: হোয়াইট হাউজ সাদা কেন?

আরে ভাই দত্ত,
একের পর এক দেন কত তথ্য!

হোয়াইট হাউজের নাম কেন
হোয়াইট হাউজ হল,
এটা জেনে মনের ভেতর
প্রশ্ন আরো আসলো।

সাদায় যুদ্ধছোপ ঢেকে
নামটি বদলালো,
সেই যুদ্ধের আগে
এর নামটা কী ছিলো?

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: হোয়াইট হাউজ সাদা কেন?

হাহাহা। কবিতাটা সুন্দর হয়েছে।

তথ্য আগে শুনেছিলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Re: হোয়াইট হাউজ সাদা কেন?

তথ্যটা আমার কাছে পুরনো।তার পরেও ধন্যবাদ।

Re: হোয়াইট হাউজ সাদা কেন?

Re: হোয়াইট হাউজ সাদা কেন?

তথ্যটি আমার জানা ছিল না। আর শামীম ভাইয়ের ছন্দ কবিতা অসাধারন।

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: হোয়াইট হাউজ সাদা কেন?

কষ্ট করে উইকি দেখে নেন না কেউ।
ইচ্ছে করেই উইকির লিঙ্ক দিলাম না।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: হোয়াইট হাউজ সাদা কেন?

@ শামীম ভাই এবং টাট্টুহর্স ভাই, আগে যে কি না ছিল তা আমি নিজেও ঠিক জানি না, তবে খুঁজছি। পেলে জানাবো।

Re: হোয়াইট হাউজ সাদা কেন?

আমি উইকি খোজলাম পেলাম না

১০

Re: হোয়াইট হাউজ সাদা কেন?

কারণটা আমার আগেই জানা ছিল।
আবারো পড়লাম, আপনাকে ধন্যবাদ।

১১ সর্বশেষ সম্পাদনা করেছেন ?????????? (২০-০৮-২০০৮ ২২:৩৭)

Re: হোয়াইট হাউজ সাদা কেন?

১২

Re: হোয়াইট হাউজ সাদা কেন?

১৩

Re: হোয়াইট হাউজ সাদা কেন?

১৪

Re: হোয়াইট হাউজ সাদা কেন?

তথ্যটি শেয়ার করার জন্য সবাইকে ধন্যবাদ।

১৫

Re: হোয়াইট হাউজ সাদা কেন?

হোয়াইট হাউজের ভিতরে তো অনেক কালো কর্মকান্ড হয়তো...একারণেই:-?
তথ্যটি জানতাম, তবে ভুলে গিয়েছিলাম। মনে করানোর জন্য ধ ন্যবাদ।

শিমুল কাঠই হোক আর বকুল কাঠই হোক, আগুনের চেহারাটা একই
                                           _কবিগুরু