টপিকঃ হোয়াইট হাউজ সাদা কেন?
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত হোয়াইট হাউজ। এটা সবাই জানে যে, হোয়াইট হাউজ হল যুক্তরাষ্ট্রের সরকারের প্রধান কার্যালয় ও রাষ্ট্রপতির বাসভবন। তবে এর নাম হোয়াইট হাউজ কেন এবং এর রঙ সাদাই বা কেন? এটি ১৭৯২ সালের ১৩ই অক্টোবর স্থাপিত হয় এবং ১৮০০ সালে নির্মাণ কার্য শেষ হয়। ১৮১৪ সালে যুদ্ধের সময় ব্রিটিশ সেনারা ভবনটিতে আগুন জ্বালিয়ে দেয়। যুদ্ধ থামলে পুনরায় এর সংস্কার কাজ শুরু হয়। ভবনটির দেয়ালে আগুনের পোড়া দাগ ও ধোঁয়ার ছাপ ঢাকার জন্য দেয়ালের ওপর সাদা রঙের প্রলেপ দেয়া হয়। সেই থেকে এটি হোয়াইট হাউজ নামে পরিচিত।
সূত্রঃ সাপ্তাহিক বাঙালী (নিউ ইয়র্ক)