Re: ফ্রি Domain Name ব্যবহার করুন।
co.cc সময় নেয় লোড হতে। আর আমার সাইট byethost-এর। সেটাতে যদি আমি সরাসরি যাই, তাহলে আবার সমস্যা হয় না। কিন্তু co.cc দিয়ে গেলে একটু এক্সট্রা সময় নেয়। (মনে হয় সেটা রিডাইরেক্টের জন্য।)
আপনি আপনার ডোমেইনকে বাইট হোস্টে হোস্ট করে দেখতে পারেন। আপনি আপনার বাইট হোস্ট একাউন্ট এ লগইন করে ডোমেইন ম্যানেজ এ প্রবেশ করে আপনার ডোমেইন নেম লিখে ক্রিয়েট এ ক্লিক করুন। আর আপনার ডোমেইন একাউন্ট এ ঢুকে ডিএনএস ম্যানেজ এ এনএস১,২ হিসেবে বাইট হোস্টের নাম উল্লেখ করে দিন।