২১

Re: উবুন্টু লিনাক্স

শামীম লিখেছেন:
বিপ্রতীপ লিখেছেন:

কামড় দিলে বুঝবেন ভালো লাগা কারে কয়......:P

পাগল সামলানোর অভিজ্ঞতা এবং অভ্যাস ... দুই-ই আছে..... ইতিমধ্যে কি প্রমাণ দেখেন নাই?? hehe hehe

মুরুব্বী বলে কথা ...

২২

Re: উবুন্টু লিনাক্স

big_smile =D>

সব পাগল কামরায় না!

উবুন্তুর নতুন ভার্সন-এর ফ্রি সিডি পাওয়া যাচ্ছে এখানে
shipit.ubuntu.com
সমস্যা হলো বাংলাদেশে পৌঁছাতে প্রচুর সময় লাগে এবং পোস্টাল ফি দিতে হয় wink

পারলে ডাউনলোড করে ফেলেন। সময় কম লাগবে। cool

২৩

Re: উবুন্টু লিনাক্স

স্বপ্নচারী লিখেছেন:

big_smile =D>

সব পাগল কামরায় না!

উবুন্তুর নতুন ভার্সন-এর ফ্রি সিডি পাওয়া যাচ্ছে এখানে
shipit.ubuntu.com
সমস্যা হলো বাংলাদেশে পৌঁছাতে প্রচুর সময় লাগে এবং পোস্টাল ফি দিতে হয় wink

পারলে ডাউনলোড করে ফেলেন। সময় কম লাগবে। cool

কে বলেছে? আমিতো ফ্রি পেয়েছি...

২৪

Re: উবুন্টু লিনাক্স

বলেন কি? অামার কাছে যে ১৫২ টাকা রাখল গত বছর ১০টা সিডির জন্য! angry

২৫

Re: উবুন্টু লিনাক্স

ভাই আমি ১০টা সিডি পুরা ফ্রি পাইছি তাও আবার বাসায় এসে দিয়ে গেছে।

২৬

Re: উবুন্টু লিনাক্স

স্বপ্নচারী লিখেছেন:

বলেন কি? অামার কাছে যে ১৫২ টাকা রাখল গত বছর ১০টা সিডির জন্য! angry

আপনি তাহলে ধরা খেয়েছেন...ব্যাপার না।

২৭

Re: উবুন্টু লিনাক্স

আমিও ৩০টা সিডি পাইছি ১৭২ টাকা দিয়ে:(;(।

[img]http://twitstamp.com/thehungrycoder/standard.png[/img]
what to do?

২৮

Re: উবুন্টু লিনাক্স

হাঙ্গরিকোডার লিখেছেন:

আমিও ৩০টা সিডি পাইছি ১৭২ টাকা দিয়ে:(;(।

আমি দুই বারে ১৫ টা সিডি পাইছি বিলকুল মুফত...।:)

২৯

Re: উবুন্টু লিনাক্স

ঢাকা আর ঢাকার বাইরে বলে কোন ব্যাপার আছে নাকি? কারো কাছে ট্যাক্স রাখছে, কারো কাছে রাখছে না ..... ঘটনা কি?

যা হোক, এইমাত্র নতুন ভার্সানে আপগ্রেড করা শেষ হল (উবুন্টু ৭.০৪ ফেইস্টি ফন)। আগের ভার্সানের (৬.১০) সাথে পার্থক্য যে কি বুঝতেছি না..... গ্রাফিক্স একটু স্মুথ হয়েছে - এটাই আপাতত বুঝলাম।

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

৩০ সর্বশেষ সম্পাদনা করেছেন রুমন (২২-০৪-২০০৭ ১৩:১০)

Re: উবুন্টু লিনাক্স

শামীম লিখেছেন:

আগের ভার্সানের (৬.১০) সাথে পার্থক্য যে কি বুঝতেছি না..... গ্রাফিক্স একটু স্মুথ হয়েছে - এটাই আপাতত বুঝলাম।

পেপারে পড়লাম নতুন ভার্সনে "উইন্ডোজ মাইগ্রেশন টুল" দেওয়া হয়েছে। লিনাক্স কার্নেল ২.৬.২০ ।

সাইজ ৬৯৭ মেগা বাইট।--(--(

রংধনু দেখতে হলে বৃষ্টিকেও হাসিমুখে বরণ করতে হয়। বৃষ্টি নিজেই তখন রূপান্তরিত হয় আনন্দের উৎসে।

রুমন'এর ওয়েবসাইট

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

৩১

Re: উবুন্টু লিনাক্স

আমিও ডাউনলোড দিছি। দেখা যাক কবে শেষ হয়। সকালে অবশ্য মাইক্রোফটের এক্সপ্রেশান ওয়েব ডিজাইনার ডাউনলোড দিছিলাম। ৮৭ মেগাবাইট ডাউনলোড হইছে। এখন আবার ডাউনলোড দিচ্ছি।

[img]http://twitstamp.com/thehungrycoder/standard.png[/img]
what to do?

৩২

Re: উবুন্টু লিনাক্স

মাইক্রোফটের এক্সপ্রেশান ওয়েব ডিজাইনার ডাউনলোড লিংক টা কি একটা গোপন বার্তায় পাঠাবেন ?
আমি এক রাতে নামাতে পারবো মনে হয়।

৩৩

Re: উবুন্টু লিনাক্স

আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আর গোপন বার্তায় পাঠানোর কিছু নেই। এটা তো ট্রায়াল। www.microsoft.com/expression এখান থেকেই ডাউনলোড করুন।

[img]http://twitstamp.com/thehungrycoder/standard.png[/img]
what to do?

৩৪

Re: উবুন্টু লিনাক্স

আমার উবুন্টু ইন্সটল হয় না
সিডি থেইকা ইন্সটল করতে গেলে কারনাল লোডিং এ প্রোবলেম হয়

৩৫

Re: উবুন্টু লিনাক্স

সেভারাস লিখেছেন:

আমার উবুন্টু ইন্সটল হয় না
সিডি থেইকা ইন্সটল করতে গেলে কারনাল লোডিং এ প্রোবলেম হয়

লাইভ সিডি থেকে রান করতে যেতে অন্য একটা কম্পিউটারে আমিও এইরকম একটা সমস্যায় পড়েছি। তাই বলছি: রান না করে সরাসরি কি ইনস্টল দেয়া যায় না?

[img]http://twitstamp.com/thehungrycoder/standard.png[/img]
what to do?

৩৬

Re: উবুন্টু লিনাক্স

হাঙ্গরিকোডার লিখেছেন:
সেভারাস লিখেছেন:

আমার উবুন্টু ইন্সটল হয় না
সিডি থেইকা ইন্সটল করতে গেলে কারনাল লোডিং এ প্রোবলেম হয়

লাইভ সিডি থেকে রান করতে যেতে অন্য একটা কম্পিউটারে আমিও এইরকম একটা সমস্যায় পড়েছি। তাই বলছি: রান না করে সরাসরি কি ইনস্টল দেয়া যায় না?

যায়... এজন্য খুব সম্ভবত অল্টারনেটিভ ইনস্টলেশন সিডি লাগে। সরাসরি ইনস্টলে ঢুকে। একটা দূর্বল কম্পিউটারে ওভাবে xubuntu ইনস্টল করেছি।

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

৩৭

Re: উবুন্টু লিনাক্স

স্বপ্নচারী লিখেছেন:

big_smile =D>
shipit.ubuntu.com
সমস্যা হলো বাংলাদেশে পৌঁছাতে প্রচুর সময় লাগে এবং পোস্টাল ফি দিতে হয় wink

পারলে ডাউনলোড করে ফেলেন। সময় কম লাগবে। cool

হ। প্রায় একমাস সময় লাগে।

তথ্যপ্রযুক্তির সবকিছু চাই বাংলায়
খেরোখাতায় লিখি মনের কথা।

৩৮

Re: উবুন্টু লিনাক্স

আমি ৮ টা পাইছি ফ্রি