টপিকঃ ওয়ার্ল্ডকাপ স্কোয়াডে পাইলট নেই!!
বাংলাদেশের ওয়ার্ল্ডকাপ স্কোয়াডে খালেদ মাসুদ পাইলটকে রাখা হয়নি...
তাছাড়া আরো কিছু খুচরো চমক আছে- জাভেদ ওমরকে নেয়া হয়েছে দলে। তাকে আর রাজিনকে নিয়ে ওপেনার হচ্ছে ৪ জন! ওদিকে তুষার ইমরানও কাটা পড়েছেন গিলোটিনে।
দেখা যাক্ এবার কদ্দুর কি হয়।
ক্রিকেট টিমের জন্য আমাদের সর্বাত্মক শুভকামনা রইলো।