Re: ইমেইল ডাইজেস্ট
খুব ভালো হল। এরকম কিছু অনেকদিন থেকে আশা করছিলাম, বলব বলব করে বলা হয়নি। (y)
Re: ইমেইল ডাইজেস্ট
যাদেরকে সাবস্ক্রাইব করা হয়েছে:
সকল মডারেটর, মাঞ্চু,ত্রিভুজ, শুভ্র, রুমন, সেভারাসসহ আরও কয়েকজন।
আজকে সকালেই আমি আমার কপি পেয়েছি। বাকি সবাই কি পেয়েছেন? আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
একটা স্ক্রীণশট বা আমাকে (rajuru@gmail.com) ঠিকানা আপনাদের মেইলগুলো ফরওয়ার্ড করার অনুরোধ রইল।
আমি জিমেইল থেকে দেখলাম মোটামুটি ভাল আসছে। কিন্তু ইয়াহু বা অন্যান্যগুলো কেমন আসছে বুঝতে পারছি না।
Re: ইমেইল ডাইজেস্ট
ইয়াহুর পুরনো ভার্সনে এই সমস্যা হয়। ব্রাউজারের ক্যারেক্টার এনকোডিং ইউটিএফ-৮ করলেই ঠিকমত দেখা যাবে।
Re: ইমেইল ডাইজেস্ট
আমার জিমেইল অ্যাকাউন্ট এ ফরওয়ার্ড করে দেখলাম। ঠিকই আসছে। জিমেইল এ ইউনিকোড কনফিগার করা যায়। ইয়াহুতে (ক্লাসিক)
কিভাবে করে? আমি কোনো অপশন পেলাম না।
Re: ইমেইল ডাইজেস্ট
ফোরামের সকল সদস্যকে সকল বিভাগে সাবস্ক্রাইব করা হয়েছে। আপনারা আপনার পছন্দ ঠিক করতে প্রোফাইল সেকশনে যান। সেখানে "ইমেইল ডাইজেস্ট" নামে নতুন একটা সেকশন পাবেন (মাঝে-বামে)। সেখান থেকেই আপনারা আপনাদের ডাইজেস্ট এর সেটিং পরিবর্তন করতে পারবেন।
ধন্যবাদ।
Re: ইমেইল ডাইজেস্ট
১৮ ১০-০৯-২০০৮ ১৩:৪৩ সর্বশেষ সম্পাদনা করেছেন rakibul (১০-০৯-২০০৮ ১৩:৪৩)
Re: ইমেইল ডাইজেস্ট
এত এত বুদ্ধি সবার মাথায় মাশাল্লাহ্। ভালোই তবে, নিজের হিংসা লাগে।