টপিকঃ অসাধারণ এক পুনর্মিলনী
অবশেষে আমরা অসাধারণ এক পুনর্মিলনী'র সম্পন্ন করেছি। গত ১৮ জুলাই ২০০৮ পানসি রেস্টুরেন্ট ফোরামের সদস্যদের পদচারণায় ছিল মুখর। ইন্টারনেটের মাধ্যমে গড়ে ওঠা হৃদ্যতা এবারে পেয়েছিল পরিপূর্ণতা। আমরা দেখেছি অনেককে যাদের প্রতিনিয়ত অবদান আছে ফোরামের পেছনে।
আমরা একে অপরকে দেখেছি, কথা বলেছি, ভাব বিনিময় করেছি, খাওয়া দাওয়া করেছি। এক অনাবিল আনন্দে ভরপুর ছিল মূহুর্তগুলো। কখনোই মনে হয়নি এদের কাউকে আমরা চিনতাম না। এক একজন সদস্যের আগমনের সাথে সাথে মনে হচ্ছিল পরিবারেরই একজন যেন এসে উপস্থিত হয়েছেন। ভুলবার নয় সেই সময়টুকু যতটুকু আমরা একসাথে কাটিয়েছি।
পুনর্মিলনী'তে আমরা যেরকম আনন্দঘন সময় কাটিয়েছি আমরা চেষ্টা করবো ফোরামের ভার্চুয়াল পরিবেশেও সেরকম আন্তরিকতা, সহিঞ্চুতা ও বন্ধুত্ব ধরে রাখতে। হাসি-কান্না, রাগ-অভিমান, ক্ষোভ-দু:খ এগুলো জীবনেরই অবিচ্ছেদ্য অংশ। এগুলো নিয়েই আমরা বাংলাদেশিরা সবাই পাশাপাশি থাকতে চাই সবসময়। একতাই বলই হোক আমাদের মূল স্লোগান।
অনুষ্ঠানে আগত সকল সদস্য ও অতিথিবৃন্দকে জানাই আন্তরিক ধন্যবাদ। এছাড়াও যারা আসতে পারেননি আশা করব পরবর্তী কোন আড্ডায় আমরা তাদের সবাইকে পাবো। সর্বপরি, যাদের আর্থিক অনুদানের কারণেই এরকম একটি ব্যয়বহুল অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করতে পেরেছি তাঁরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করুন।
জয়তু প্রজন্ম ফোরাম।