সর্বশেষ সম্পাদনা করেছেন হাঙ্গরিকোডার (২০-০৭-২০০৮ ২০:১৫)

টপিকঃ অসাধারণ এক পুনর্মিলনী

অবশেষে আমরা অসাধারণ এক পুনর্মিলনী'র সম্পন্ন করেছি। গত ১৮ জুলাই ২০০৮ পানসি রেস্টুরেন্ট ফোরামের সদস্যদের পদচারণায় ছিল মুখর। ইন্টারনেটের মাধ্যমে গড়ে ওঠা হৃদ্যতা এবারে পেয়েছিল পরিপূর্ণতা। আমরা দেখেছি অনেককে যাদের প্রতিনিয়ত অবদান আছে ফোরামের পেছনে।

আমরা একে অপরকে দেখেছি, কথা বলেছি, ভাব বিনিময় করেছি, খাওয়া দাওয়া করেছি। এক অনাবিল আনন্দে ভরপুর ছিল মূহুর্তগুলো। কখনোই মনে হয়নি এদের কাউকে আমরা চিনতাম না। এক একজন সদস্যের আগমনের সাথে সাথে মনে হচ্ছিল পরিবারেরই একজন যেন এসে উপস্থিত হয়েছেন।  ভুলবার নয় সেই সময়টুকু যতটুকু আমরা একসাথে কাটিয়েছি।

পুনর্মিলনী'তে আমরা যেরকম আনন্দঘন সময় কাটিয়েছি আমরা চেষ্টা করবো ফোরামের ভার্চুয়াল পরিবেশেও সেরকম আন্তরিকতা, সহিঞ্চুতা ও বন্ধুত্ব ধরে রাখতে। হাসি-কান্না, রাগ-অভিমান, ক্ষোভ-দু:খ এগুলো জীবনেরই অবিচ্ছেদ্য অংশ। এগুলো নিয়েই আমরা বাংলাদেশিরা সবাই পাশাপাশি থাকতে চাই সবসময়। একতাই বলই হোক আমাদের মূল স্লোগান।

অনুষ্ঠানে আগত সকল সদস্য ও অতিথিবৃন্দকে জানাই আন্তরিক ধন্যবাদ। এছাড়াও যারা আসতে পারেননি আশা করব পরবর্তী কোন আড্ডায় আমরা তাদের সবাইকে পাবো। সর্বপরি, যাদের আর্থিক অনুদানের কারণেই এরকম একটি ব্যয়বহুল অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করতে পেরেছি তাঁরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করুন।

জয়তু প্রজন্ম ফোরাম।

Re: অসাধারণ এক পুনর্মিলনী

আমাদের কথা কই? cryingcrying--(--(--( আমরা কত কষ্ট কইরা ভার্চুয়াল আড্ডা মারছি cryingcrying--(--(--(

Re: অসাধারণ এক পুনর্মিলনী

সত্যি অপূর্ব কিছু সময় কাটিয়েছি আমরা । এজন্য অবশ্য আপনারাও ধন্যবাদ পাবার দাবিদার এরকম একটি গুছানো এবং মনোরম অনুষ্ঠানের আয়জন করার জন্য ।

আমাদের এক একজনকে দেখছিলাম আর কল্পনার সাথে মিলাচ্ছিলাম......এই কি উনি । আরে উনাকে তো চেনা চেনা লাগছে । হাহাহাহাহাহাহা.....শুধু একজনকে প্রথম পলকেই চিনেছিলাম..শামীম ভাই.......তবে শামীম ভাই , মেহেদী ভাই আর কোডার ভাই এর ছবি দেখাতে চিনতে অসুবিধা হয়নি ।

তবে অনেককে দেখেই কেমন যেন একটা খুশি খুশি ভাব আসছে । আহা ....আবার হয় আমারা এবাবে একসাথে হবো....যারা মিস করলো এবার হয়তো তাদের সাথেও দেখা হবে।(y)(y)(y)

সর্বশেষ সম্পাদনা করেছেন microqatar (২০-০৭-২০০৮ ২২:০৭)

Re: অসাধারণ এক পুনর্মিলনী

এবারের টা মিস হল , আগামী বারে যখন হবে আশা করি মিসেস সহ উপস্তিত থাকতে পারবো। dancing
তপু ভাই কে বিশেষ ধন্যবাদ, ঐ দিন মনটা আসলে খারাপ ছিল, মোবাইলে হঠাত উনার ফোন পেয়ে এক অজানা ভালো লাগার পরসে মনটা ভরে গেল। love

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: অসাধারণ এক পুনর্মিলনী

এমন অভিজ্ঞাতা এর আগে কখনো হয় নি। সবাইকে নতুন করে চিনলাম। খুব খুব ভাল লেগেছে।

Re: অসাধারণ এক পুনর্মিলনী

Re: অসাধারণ এক পুনর্মিলনী

ফাটাফাটি লাগছে । খুব মজা পাইছি, ধন্যবাদের ভাষা জানা নাই lol
আগামী বারও থাকবো আশা করি ।:D:D:D:D:D:D

ধান্দাবাজি শুরু করছি ।

Re: অসাধারণ এক পুনর্মিলনী

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: অসাধারণ এক পুনর্মিলনী

আমার শ্রদ্ধেয় সিনিয়রগন, আপনাদের এই পিকনিকের খবরে আমি নিজের উপর যারপরনাই angryangry...কেন যে কিছুদিন আগে জন্মিলামনা এই ফোরামে। তা ভাই আবার কবে এটা অনুষ্ঠিত হবে..কতদিন অপেক্ষা করতে হবে, এইটা কি বাৎসরিক না মাসিক? দয়া করে যথাশীঘ্র তফসিল ঘোষনা করুন। আর যেহেতু এই পিকনিক শেষ, তাই দয়া করে এই সম্পকের সকল পোষ্ট ফোরামের মূলপাতা থেকে সরিয়ে ফেলা হোক, কারন যতবারই এটা দেখছি ততবারই নিজেকে হতভাগা মনে হচ্ছে।

টিপসই দিবার চাই....স্বাক্ষর দিতে পারিনা......

১০

Re: অসাধারণ এক পুনর্মিলনী

১১

Re: অসাধারণ এক পুনর্মিলনী

খুবই মিস করেছি। আশা করছি সামনের বার আর মিস হবে না ।

১২

Re: অসাধারণ এক পুনর্মিলনী

টিপসই দিবার চাই....স্বাক্ষর দিতে পারিনা......

১৩

Re: অসাধারণ এক পুনর্মিলনী

১৪

Re: অসাধারণ এক পুনর্মিলনী

টিপসই দিবার চাই....স্বাক্ষর দিতে পারিনা......

১৫

Re: অসাধারণ এক পুনর্মিলনী

১৬

Re: অসাধারণ এক পুনর্মিলনী

১৭

Re: অসাধারণ এক পুনর্মিলনী

টিপসই দিবার চাই....স্বাক্ষর দিতে পারিনা......

১৮

Re: অসাধারণ এক পুনর্মিলনী

১৯

Re: অসাধারণ এক পুনর্মিলনী

পিকনিকের ছবি নাই????????