Re: পোস্ট এডিট এলার্ট
আমার পোষ্ট যদি আমি সম্পাদনা করি তাহলেও কি মেইলে বার্তা আসবে?
Re: পোস্ট এডিট এলার্ট
কিছু কিছু শব্দের জন্য অামাকে বাংলা টু ইংলিস অভিধান দরকার যদি কারো কাছে থাকে দেয়া যাবে প্লিজ.
Re: পোস্ট এডিট এলার্ট
কোডার ভাই, এর চেয়ে মনে হয় একটা পোস্ট (সাধারণত বড় লেখার ক্ষেত্রে) কিছুটা লিখে সংরক্ষণ করে রাখার ব্যবস্থা থাকলে আরো সুবিধা হয়। অল্প অল্প করে লিখে তারপর একসাথে পুরোটা পোস্ট করা যায়। যারা একবারে পুরোটা লিখতে পারেন না বা বাংলাদেশে যাদের কারেন্ট ঘন ঘন চলে যায়, তাদের ক্ষেত্রে এটি অনেক উপকারী হবে।
আর বর্তমান এই সুবিধাটাও খারাপ না। থ্যাংকু
Re: পোস্ট এডিট এলার্ট
এটা কি আমি মডিফাই করলে আসবে নাকি মডারেটররা করলে আসবে? এই বিষয়টা একটু জানালে ভালো হত।
Re: পোস্ট এডিট এলার্ট
হায় হায় তাহলে এই সূবিধাটা আমরা জেনে কি লাভ হলো। এটা তো মনে হয় মডারেশন বোর্ড এর জন্যb-(
Re: পোস্ট এডিট এলার্ট
এতে মডুদের কাজ আরো হালকা হয়ে যাবে মনে হচ্ছে, কারো পোষ্ট এডিট করলে এখন আর কষ্ট করে গোপন বার্তা পাঠাতে হবে না, লেখক এমনিতেই জেনে যাবেন তার কোন লেখাটা এডিট করা হয়েছে;q:D
Re: পোস্ট এডিট এলার্ট
@দত্ত একমত। এই ফিচার টা কাজে লাগবে।