টপিকঃ মোবাইল ফোনে ভাইরাস সংক্রান্ত গুজবের দেশব্যাপী আতঙ্ক গত দু’তিন দিনেও
মোবাইল ফোনে ভাইরাস সংক্রান্ত গুজবের দেশব্যাপী আতঙ্ক গত দু’তিন দিনেও কাটেনি।
অনেক ব্যবহারকারী ভয়ে এখন পর্যন্ত মোবাইল সেট বন্ধ রেখেছেন।
বলা হয়, কিছু নির্দিষ্ট নম্বর থেকে আসা ফোন রিসিভ করা মাত্র রিসিভকারী অজ্ঞান হয়ে পড়ছেন, কানের পর্দা ফেটে যায়, কিংবা অদৃশ্য জীবাণু শরীরে ঢুকে পড়ছে।
একাধিক মোবাইল বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে জানা গেছে এগুলোর কোনোটাই সম্ভব নয়।
সবগুলোই নিছক গুজব।
চিকিৎসা শাস্ত্রে ভাইরাস মানে অদৃশ্য জীবাণু যা শ্বাসপ্রশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে।