টপিকঃ বাংলাভাষার ব্যবহার

আধুনিক প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার বাড়ছে। মাইক্রোসফটের বাংলা ভিস্তা, মুক্ত অপারেটিং সিস্টেম উবুটু বাংলায় কাজ করছে। বাংলা ভাষায় বেশকিছু ওয়েব পেজ এখন বেশ জনপ্রিয়। মোবাইল ফোনে বার্তা পাঠানোর ভাষাও এখন বাংলা। ইংরেজি জানা না থাকলেও একজন বাংলা জ্ঞান নিয়ে কম্পিউটারে কাজ করতে কিংম্বা মোবাইল ফোনে বার্তা পাঠতে পারবেন। দেশের সাধারণ মানুষ প্রযুক্তিতে বাংলা ভাষা ব্যবহারের এই সুবিধাকে আন্তরিক ভাবেই গ্রহণ করেছে। গত কয়েক বছরে বাংলাদেশের মানুষ আধুনিক প্রযুক্তি ব্যবহারের েেত্র অভানীয় সাফল্য দেখিয়েছে। প্রযুক্তিতে মাতৃভাষায় কাজ করার এই সুযোগও হাত ছাড়া করে না তারা।।

Re: বাংলাভাষার ব্যবহার

শুধু তাই নয় .. বাংলায় ব্লগিং এর জন্য wordpress এর বাংলা ভার্সন পাবেন এখানে. meghdut.com
চাইলে অনুবাদ কাজেও হাত লাগাতে পারেন।

Re: বাংলাভাষার ব্যবহার

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: বাংলাভাষার ব্যবহার

বাংলায় এত কিছু!!??

ভাল আছি, ভাল থেকো,আকাশের ঠিকানায় চিঠি লিখো.......................

Re: বাংলাভাষার ব্যবহার