টপিকঃ ফুটবলে আমার প্রিয় দল
বিশ্বকাপ - ব্রাজিল(সেই প্রথম দেখা বিশ্বকাপ থেকেই)
দেশে- অনেক অনেক কাল আগে, সেই আশির দশকে যখন আবাহনী মোহামেডানের খেলার জন্য সবাই সব কাজ বাদ দিয়ে বসে থাকতো, ইলিয়াস কাঞ্চন আর রোজিনা (?) "আবাহনী আবাহনী - মোহামেডান" এই টাইপের গান গেয়ে লাফালাফি করতো সিনেমাতে, তখন আমি ছিলাম আবাহনীর সমর্থক। এখন তো মনে হয় ক্রিকেটের চাপে ফুটবল মাঠে মারা গেছে!!