টপিকঃ আবোল-তাবোল বোল

রূপসী ছিল ভীষণ ভালো, পরীর মতো মেয়ে,:">
বিয়ে দিয়েছিল তার মা এক ভদ্র হুজুর পেয়ে।:x
স্বামীকে রূপসীর আহা পছন্দ হইলো না মোটে,:-x
সকল যাতনা নীরবে সহিত, কিছুই বলিতো না ঠোটে।:-S
একদিন ফ্যানের সাথে রশি বাধিয়া গলায় পরিল ফাশি,;(
কেহই বুঝিলো না কিছু- জীবন দিল সে হাসি-হাসি।:D:D
তারপর তার আত্মাখানা বাচিয়া উঠিল ফের,:-O
রাক্ষসীর জীবন এবার সুখের হইল ঢের।:lol:
হাসিয়া-খেলিয়া বেড়ায় সদা ফোরামের ভিতর দিয়া,=))
তাইতো ভাল লাগে শুনিয়া তার কথা জুড়ায় মোদের হিয়া:x

          *          *          *         *
সামিউল ভাই কহিছে ডাকি শুনগো স্বপ্ন দা,:P
'আমারে দেখিতে যাইয়ো কিন্তু মুলাদী থানা'।)+D
ঝালকাঠির হাটে ঢেড়শ বেচি দু'পয়সা করি দেড়ী,
সিগারেট কিনিতে স্বপ্নবাজ আর করিল না দেরি।
দু'পয়সার সিগারেট আর একখিলি পান হাতে,
বিকেল বেলা ছুটে গেল সে সামি ভাইদের বাটে।
কি যে রাগ করিল সামি সিগারেট হাতে পেয়ে,:-@
বরিশাইল্যা পোলা তপু যদি তাহা দেখিত আহা চেয়ে।:mad:
কহিল রাগিয়া, লম্বা চুলে বুলাইয়া সে হাত,:-@
'জান না স্বপ্ন? angryধূমপান মুক্ত আমি স্বাধীন-স্মার্ট'।:D

          *          *          *         *
কাতার ভাই বসিয়া রহিছে খেজুর গাছের তলে,:-SS
আগায় উঠতে পারিবেনা বলি ভিজাইছে নয়ন জলে।;(
বিড়ালটি তাহার কে জানি আহা করিয়া ফেলিল খুন,:-/
পুংটার কারণে দেশে আসা তার হল বুঝি মামনুন।:cool:

          *          *          *          *
পুংটা মিয়া ব্যস্ত আজকাল পিচ্চি-পাচ্চি নিয়া,;q
জন্মের পরই পোলাপানরে দিচ্ছে নাকি বিয়া।:x
রাগ করিয়া পুংটি ভাবী গিয়াছে বাপের বাড়ি,:-@
পুংটার কাছে ফিরিবে না সে -এই হল তার আড়ি।:-#

          *          *          *          *
মুন আপুর প্রতিভা দেখিয়া পরাণ যায়গো ভরি,:-j
ছন্দের স্রোতে ভাসাইছে যেন জটিল ছড়ার তরী।:clap:
ছড়ার বিদ্যা তাহার থেকেই নিতে হইবে বুঝি?:-?
কথা দাও নাগো- শিখাইবে কি না ওগো বুজি।:">

          *          *          *          *
মেহেদী ভাইয়ের মন বলছে ভীষণ ভালো আছি,)+D
ফোরামের সাথেই রইবো আমি, যতোদিন থাকি বাচি।:x

         *          *          *          *
পরীক্ষা আসিলে জুলু ভাইয়ের মাথা হইয়া যায় হ্যাং,~X(
পেয়াজুর জীবনচক্র আকিয়া সে নাস্তা খায় ব্যাঙ।:-O
চ্যাপ্টা নাকে চশমা আটিয়া এমনই ভাব ধরে,:cool:
তিনিই যেন মস্ত পন্ডিত, নাই কেহ তার উপরে।;q
         *          *          *          *
গোবেচারা রাকিবুল ভাইয়ের উদাস নয়নের জল বুঝি,;(
মরণ দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুজি।:(
তাই জীবনের অল্প বয়সেই ডাকিয়া আনিল সাঝ,:-SS
এই অভাগা নাকি সাত দিনের মধ্যে পরিবে 'মরণ বিষের তাজ'।--(
মরিবার আগে বারে বারে সে বিভিন্ন বিভাগে গিয়া,)+D
কি যে বলে প্যাচাইয়া-পুচাইয়া বুঝে না কোনো মিয়া।:-O

         *          *          *          *
ফোরাম নিয়া ব্যস্ত কোডার অন্য সব কাজ ছাড়ি,:x
ভীষণ খুশি সেন্টওস-এ এনটিএফএস মাউন্ট করিতে পারি।:D

         *          *          *          *
শামীম ভাই দ্বন্ধে আছেন সহকর্মীদের নিয়া,:-?
নিরপেক্ষ কি না সকলেই তাহারা জানে না তার হিয়া।:-/

         *          *          *          *
জাগিয়া জাগিয়া স্বপ্ন দেখেন সেই সে স্বপ্নচারী,:cool:
কোন পরবাসে রহিছে পড়িয়া মডুগণেরে ছাড়ি।:rolleyes:

         *          *          *          *
দোলাই পাহাড়ের নিচে বসিয়া ভাবিছে শিপলু ভাই,:-?
আমার মতো যুক্তিবাদী এই ফোরামে নাই ।[-X
তাইতো সদা ভাঙিয়া দেন হাটের ভিতরে হাড়ি,;D
সেটাই ভালো, নইলে মোরা অনেক কিছুই বুঝতে নাহি পারি।:-S

         *          *          *          *
মুজতবা ভাই- তাহার কথা হইবে কি কিছু কহিতে?:-/
নেতিবাচক মন্তব্য তাহার পারব না পরে সহিতে।[-X



উফ~X( আর কি লিখব?~X( ছোট্ট একটা প্যারোডি কবিতা লিখতে গিয়ে কি আবোল-তাবোল লিখে ফেললাম নিজেই জানি না।:-O আসলে কাউকে কষ্ট দেয়ার জন্যে কিছু লেখিনি।[-X তারপরও যদি কারো কষ্ট লেগে যায়, তবে আল জুয়েলের প্রবাদটাতো সবার জানাই আছে:D

Re: আবোল-তাবোল বোল

surprised কিছুই বুঝলাম না!!!!!!

Re: আবোল-তাবোল বোল

কবর ফেল ...  clapclap:clap::clap::clap:

Re: আবোল-তাবোল বোল

কঠিন একটা জিনিস হয়ে গেছে
আমি নেতিবাচক মন্তব্য করি শুধু? আহারে জাতি মানুষ চিনলো না hehe

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: আবোল-তাবোল বোল

তিথি আপুরে তুই এতো সুন্দর করে কিভাবে লিখিস।

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: আবোল-তাবোল বোল

lol2lol2=)) তিথিও দেখি মুন আপুর পথ ধরছে  confused, ভালো ভালো clapclap:clap:।

সর্বশেষ সম্পাদনা করেছেন জুয়েল (১৭-০৮-২০০৮ ২৩:৪৮)

Re: আবোল-তাবোল বোল

Re: আবোল-তাবোল বোল

একটা রেপু না দিয়ে পারলাম না। খুব ভালো হয়েছে।(y):clap::clap:

সবুজ নিস্প্রভ হয়েছে সেই কবে, তারুন্য যেন নির্জীব, অসুস্থ আলোর ঝলকানী নেই, মেঘে মেঘে কেটে যায় বেলা।হতাশার চোরাবালিতে হারিয়ে যায় প্রত্যাশা প্রতিনিয়ত।

Re: আবোল-তাবোল বোল

আমি কইইইইইইইইইইইইইই ????????????????????????????  angryangry:-@:-@:-@:-@

ঘরের মানুষের নাম নাই আর দুনিয়ার মানুষরে নিয়া কবিতা লেইখা ভরাইয়া ফালাইছে। আজকে আম্মুর কাছে যদি নালিশ না করছি, তাইলে দেখিস ...

১০

Re: আবোল-তাবোল বোল

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১১

Re: আবোল-তাবোল বোল

সবুজ নিস্প্রভ হয়েছে সেই কবে, তারুন্য যেন নির্জীব, অসুস্থ আলোর ঝলকানী নেই, মেঘে মেঘে কেটে যায় বেলা।হতাশার চোরাবালিতে হারিয়ে যায় প্রত্যাশা প্রতিনিয়ত।

১২

Re: আবোল-তাবোল বোল

১৩

Re: আবোল-তাবোল বোল

১৪

Re: আবোল-তাবোল বোল

এক কথায় অসাধারণ অতি মচৎকার। আমি সাধারণত এই বিভাগটা এড়িয়ে চলি। আজকে দেখলাম অনেক গুলো রেটিং দেয়া এর পর লেখিকার নাম দেখলাম আমাদের তিথি আপু tongue_smile অতি অসাধারণ big_smile তবে ধন্যবাদ আমাকে বেশী না পচাঁনোর জন্য hehehehe

১৫

Re: আবোল-তাবোল বোল

ইহা আমি কি পড়িলাম!!!!!!

১৬

Re: আবোল-তাবোল বোল

১৭

Re: আবোল-তাবোল বোল

ও মাগো আমার বউ(পুংটি) বাপের বাড়ি গেছে...........হবে না,হবে না..আমি খেলবো না..হবে না..হবে না..আমার বউরে আমার কাছে নিয়া আসা হোক................পুংটা ও পুংটি=:x:x:x:x:x:x:x:x:x:x:x:x:x:x

১৮

Re: আবোল-তাবোল বোল

১৯

Re: আবোল-তাবোল বোল

আগে আমার বউরে আমার কাছে নিয়া আসা হোক..আমার পুংটিরে আমার কাছে নিয়া আসা হোক..........পুংটি কাছে যামুুুুুুুুুুুুু:x:x:x:x:x:x:x:x:xপুংটি:x:x:x:x:x:x:x:x:x:x:x:x:x

২০

Re: আবোল-তাবোল বোল

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত