সর্বশেষ সম্পাদনা করেছেন সুমন (২০-০৪-২০০৭ ১৯:৫৩)

টপিকঃ হিডেন শেয়ার বন্ধ করুন

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

Re: হিডেন শেয়ার বন্ধ করুন

কিন্তু ওটা বন্ধ করার সময় তো বলা যে এটা সিস্টেমর জন্য দরকারী এবং পরের বার কম্পিউটার স্টার্ট করার সময় তা আবার শেয়ার হবে।

Re: হিডেন শেয়ার বন্ধ করুন

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

Re: হিডেন শেয়ার বন্ধ করুন

অত ভাল বুঝি না। যখন আই.ডব্লিউ.এম. এ চাকরী করতাম তখন কোন ফোল্ডারে শেয়ার দেয়ার সময় শুধু রিড এক্সেস দিতাম, রাইট একসেস পাসওয়ার্ড প্রোটেকটেড (সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর থেকে স্ট্রিক্ট ভাবে বলে দেয়া থাকত এই ব্যাপারটা) - ঐ অফিসের নিজস্ব সার্ভার  ছিল, লাইসেন্স করা সমস্ত সফটওয়্যার + এন্টিভাইরাস - প্রতিবছর লাইসেন্স আপগ্রেড, তারপরেও ভাইরাস ঢুকত মাঝে মাঝে।

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: হিডেন শেয়ার বন্ধ করুন

সুমন ভাই আমি জানি না আপনি কতো খানি সিউর আপনার পোস্টের ব্যাপারে।আমি ৪ বছর ধরে হলে ইন্ট্রানেট(intranet or lan=local area network)ব্যবহার করছি।প্রতিটি ড্রাইভ নরমালি হিডেন শেয়ার থাকে তবে এডমিনিস্ট্রিটিভ এসসেস ছাড়া ঐ শেয়ার এ ঢুকা যায় না।যেমন আমি ল্যান থেকে অন্য পিসি থেকে আমার এডমিন আকাউন্টের পাসওয়ার্ড ও ইউজার নেম দিয়ে নিজের পিসিতে ফুল একসেস করতে পারি ।

এই ভাবে ভাইরাস আসার কোন সম্ভাবনা আছে বলে আমার লজিকে আসে না।।

Re: হিডেন শেয়ার বন্ধ করুন

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)