টপিকঃ হিডেন শেয়ার বন্ধ করুন
রক্তের গ্রুপ: B(-)
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ট্রাবলশুটিং » হিডেন শেয়ার বন্ধ করুন
কিন্তু ওটা বন্ধ করার সময় তো বলা যে এটা সিস্টেমর জন্য দরকারী এবং পরের বার কম্পিউটার স্টার্ট করার সময় তা আবার শেয়ার হবে।
অত ভাল বুঝি না। যখন আই.ডব্লিউ.এম. এ চাকরী করতাম তখন কোন ফোল্ডারে শেয়ার দেয়ার সময় শুধু রিড এক্সেস দিতাম, রাইট একসেস পাসওয়ার্ড প্রোটেকটেড (সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর থেকে স্ট্রিক্ট ভাবে বলে দেয়া থাকত এই ব্যাপারটা) - ঐ অফিসের নিজস্ব সার্ভার ছিল, লাইসেন্স করা সমস্ত সফটওয়্যার + এন্টিভাইরাস - প্রতিবছর লাইসেন্স আপগ্রেড, তারপরেও ভাইরাস ঢুকত মাঝে মাঝে।
সুমন ভাই আমি জানি না আপনি কতো খানি সিউর আপনার পোস্টের ব্যাপারে।আমি ৪ বছর ধরে হলে ইন্ট্রানেট(intranet or lan=local area network)ব্যবহার করছি।প্রতিটি ড্রাইভ নরমালি হিডেন শেয়ার থাকে তবে এডমিনিস্ট্রিটিভ এসসেস ছাড়া ঐ শেয়ার এ ঢুকা যায় না।যেমন আমি ল্যান থেকে অন্য পিসি থেকে আমার এডমিন আকাউন্টের পাসওয়ার্ড ও ইউজার নেম দিয়ে নিজের পিসিতে ফুল একসেস করতে পারি ।
এই ভাবে ভাইরাস আসার কোন সম্ভাবনা আছে বলে আমার লজিকে আসে না।।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ট্রাবলশুটিং » হিডেন শেয়ার বন্ধ করুন
০.০৪০৮৪৭০৬৩০৬৪৫৭৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৪৬.০৪২৬৩২৩৩০৩৬৬ টি কোয়েরী চলেছে