সর্বশেষ সম্পাদনা করেছেন ???????? (১৬-১২-২০০৭ ০০:০৭)

টপিকঃ বাঙ্গালী কি হুজুগে মুক্তিযুদ্ধে গিয়েছিলো?

Re: বাঙ্গালী কি হুজুগে মুক্তিযুদ্ধে গিয়েছিলো?

বাঙ্গালী হুজুগে নয় জীবন ও মান বাঁচাতে মুক্তিযুদ্ধে গিয়েছিলো

Re: বাঙ্গালী কি হুজুগে মুক্তিযুদ্ধে গিয়েছিলো?

হুজুগে সত্য তবে তখন ছিল না। বর্তমানে ১০০% মার্ক দেয়া যেতে পারে।

Re: বাঙ্গালী কি হুজুগে মুক্তিযুদ্ধে গিয়েছিলো?

যুদ্ধ আসলে আমারদের উপরে চাপিয়ে দেয়া হয়েছিলো। আমরা বাধ্য হয়ে যুদ্ধ করেছি।

Re: বাঙ্গালী কি হুজুগে মুক্তিযুদ্ধে গিয়েছিলো?

হুজুগে যুদ্ধ করেছে এটা বলে মুক্তিযুদ্ধ কে খাটো করে দেখা আমাদের ঠিক হবে না

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: বাঙ্গালী কি হুজুগে মুক্তিযুদ্ধে গিয়েছিলো?

হুজুগে যুদ্ধে গেছি যারা বলে তারা মুক্তিযুদ্ধের আসল মাহাত্ম্যকে ছোট করছে আর সেইসব লাখো বীরের আত্মহুতি বিফল বলছে। এরা বাঙালী জাতির স্বাধীনতার স্বপক্ষে থাকলে এমন কথা বের হতেই পারে না (যতদূর আমি বুঝি)।

Re: বাঙ্গালী কি হুজুগে মুক্তিযুদ্ধে গিয়েছিলো?

মানুষ হুজুগে অন্যকে মারতে যেতে পারে, কিন্তু যেখানে নিজের মরার সম্ভাবনা 90 ভাগ, সেখানে আবার হুজুগে যুদ্ধে যায় কি করে?

বইপত্রে যত কিছুই লেখা থাক, বাঙালি আসলে ভীরুর জাতি। বর্গী এলো রে বলে চিতকার করলেই যারা মুহুর্তের মধ্যে গ্রামকে গ্রাম খালি করে দিয়ে জঙ্গলায় গিয়ে আশ্রয় নেয়, স্বল্পসংখ্যক পাকিস্তানি সেনার ভয়ে যাদের এক কোটি মানুষ সীমান্ত পাড়ি দিয়ে অন্য দেশে চলে যায়, তাদের মধ্যে যে কজন অসীম সাহসী মানুষ যুদ্ধে গেছে তারা অবশ্যই হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান। এ বিষয়ে যে দ্বিমত করবে, তার বিরুদ্ধ মুক্তিযুদ্ধ অবমাননা টাইপের কোন মামলা হওয়া দরকার।

Re: বাঙ্গালী কি হুজুগে মুক্তিযুদ্ধে গিয়েছিলো?

আপনাদের কার বাড়ীর কাছে কতজন মরেছিল সঠিক তথ্য দিবেন কি?

সর্বশেষ সম্পাদনা করেছেন শাহরিয়ার (০৬-০৮-২০০৮ ১৫:১২)

Re: বাঙ্গালী কি হুজুগে মুক্তিযুদ্ধে গিয়েছিলো?

১০

Re: বাঙ্গালী কি হুজুগে মুক্তিযুদ্ধে গিয়েছিলো?

উড়ে যাব ডানা মেলে

১১ সর্বশেষ সম্পাদনা করেছেন rakibul (০৬-০৮-২০০৮ ১৬:০৩)

Re: বাঙ্গালী কি হুজুগে মুক্তিযুদ্ধে গিয়েছিলো?

একটি পরিবার ধসে যাওয়া। সারাটা জীবন সেই অপুর্ণতাকে বয়ে বেড়ানো। এটুকুর জন্য আমি দুঃখিত।
এর কষ্ট অনুভবে আনতে পারি।
তবে ৩০ লাখ হিসেব মিলাতে পারি না।
এখানে যুক্তি তর্কে আসুন মন খারাপ নয়,
আমি যুদ্ধ দেখি নাই,
আমার অনেক অজানা প্রশ্ন ............।

১২ সর্বশেষ সম্পাদনা করেছেন শাহরিয়ার (০৬-০৮-২০০৮ ১৬:১৯)

Re: বাঙ্গালী কি হুজুগে মুক্তিযুদ্ধে গিয়েছিলো?

১৩

Re: বাঙ্গালী কি হুজুগে মুক্তিযুদ্ধে গিয়েছিলো?

যারা ৩০ লাখ নিয়ে সন্দেহ করেন তাদের বাংগালী বলা মনে হয় না ঠিক হবে। shame

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১৪

Re: বাঙ্গালী কি হুজুগে মুক্তিযুদ্ধে গিয়েছিলো?

৩০ লাখ নিয়ে সন্দেহ করার কারণটা মনে হয় রাজনৈতিক প্রভাব। বাংলাদেশের মতো ঘনবসতি পূর্ণ অঞ্চলে ৩০ লাখ মানুষের মৃত্যু তেমন অস্বাভাবিক কিছু না। তাছাড়া ১ কোটি মানুষের সীমান্ত পাড়ি দেওয়া বা বিভিন্ন বধ্যভূমি থেকে বিপুল পরিমাণ দেহাবশেষ উদ্ধারও এটার পক্ষেই যায়। তবুও সব বিষয় নিয়েই বিতর্ক থাকতে পারে।

১৫

Re: বাঙ্গালী কি হুজুগে মুক্তিযুদ্ধে গিয়েছিলো?

আহারে বাঙালী মুক্তিসেনা, মরে গিয়ে তোমাদের মৃত্যুর সংখ্যা নিয়ে মানুষ আজ তর্কে লাগে sad

১৬

Re: বাঙ্গালী কি হুজুগে মুক্তিযুদ্ধে গিয়েছিলো?

আমার মাথা গরম হইয়া গেছে....যে বান্দরের বাচ্চাগুলো এইকথা বলে তাদের গায়ে লাথি মারি..........

১৭

Re: বাঙ্গালী কি হুজুগে মুক্তিযুদ্ধে গিয়েছিলো?

১৮

Re: বাঙ্গালী কি হুজুগে মুক্তিযুদ্ধে গিয়েছিলো?

তাহলে রাজাকার মনে হয় সেই প্রাচীনকালের বাঁদরের আরেক রূপ big_smile

১৯

Re: বাঙ্গালী কি হুজুগে মুক্তিযুদ্ধে গিয়েছিলো?