সর্বশেষ সম্পাদনা করেছেন উদাসীন (০২-০৯-২০০৯ ০৪:৪৭)

টপিকঃ সম্প্রতি কী কী বই পড়লেন?

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

ভাইরে গত একমাসের বেশি সময় ধরে প্রথম আলো পড়ছি। প্রথম পর্বটা তাড়াতাড়িই শেষ করেছিলাম। কিন্তু ২য় পর্বের অবস্থা খারাপ। গত ১৫ দিনে ৩০ পাতার মত পড়েছি।  এভাবে পড়লে ৬মাসেও শেষ হবে না মনে হয়:rolleyes:।
আসলে রবীন্দ্রনাথের জীবন সম্পর্কে জানতে ভাল লাগছিল। কিন্তু এত চরিত্রের ঘনঘটা যে কে কার কি হয় সেটাই ভুলে যাচ্ছি। অতিরিক্ত চরিত্র ও তাদের বাহুল্য বর্ণনা ছাড়া এখন পর্যন্ত অন্য কোন সমস্যা পাইনি।

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

আমারটা পুরাটাই অফটপিক:
আরেকটা টপিক খুলা দরকার।
সম্প্রতি কি কি খেলেন?:-SS

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

ইউনির ২য় বর্ষে থাকতে বিভুতির একটা সমগ্র থেকে ৪ টা উপন্যাস পড়েছিলাম। তার মধ্যে আবার দুইটা আগেই পড়া ছিল। roll
এখন তো নামই মনে করতে পারছিনা।
গত বছরের জুনে পড়ে ছিলাম শেষ বারের মত।
যাযাবরের দৃষ্টিপাত।
পুরো উপন্যাসটা একেবারে যাযাবরের মতই।  বিভিন্ন সময় বিভিন্ন গল্প। কোন মুল গল্প নেই। ভাল লাগে নি। angry

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

ভাইরে বিসিএস এর জন্য বই পড়ার সময় পায়না আবার অন্য বই (উপন্যাস)

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

ভাই আমি একটা জটিল বই পড়েছি তবে সম্প্রতি না কিছুদিন আগে সেটা হল
"ঈশ্বরের ঘ্রাণ"

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন রূপসী-রাক্ষসী (০৫-০৮-২০০৮ ২২:৫৮)

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

আমি তো সব সময় ই বই পড়ি:-S:o:o:o:-S
আজকে পড়লাম " ফিজিকাল কেমিষ্ট্রি " বাই ভাল এন্ড টুলি - ভালা আসে বইটা!
কাল রাত ৩টা পর্যন্ত পড়লাম " যোগাযোগ" --রবীন্দ্রনাথ ঠাকুর এর ।
তার আগের দিন পড়লাম " এ টেল অব টু সিটি" -চার্লস ডিকেন্স এর।
তার কিছু দিন আগে পড়লাম " তিথিডোর" বুদ্ধদেব বসু এর।" বসু" না কি যেন...খালি গুব্লেট করে ফেলি:-SS:-SS
তার আগের পড়লাম "পুষ্প বৃক্ষ ও বিহঙ্গ পুরাণ"-আহমদ সফা! --এই বইটা জোসসসসসসসসসসস!!!!
তার আগে কি কি পড়সি আর মনে আসছে না:-S:-S:-S
আর রোজ তো গীতবিতান একবার পড়া হয় ই:">:">:">:">...সাথে জীবনানন্দ তো থাকেন ই :">:">:">:">:">:">:">

শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে, শেষ কথা যাও ব'লে!
সময় পাবে না আর, নামিছে অন্ধকার!
গোধূলিতে আলো-আঁধারে-পথিক যে পথ ভোলে!!

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

১০

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

১১

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

আমি তো রাজ রাতেই বই পড়ি । মজার ব্যপার হলো আমার বইগুলো সক পুরানো........কারন পুরানা পল্টন এর ফুটপাথ থেকে কেনা হয় কি না??:-j:-j:-j:-j:-j

গত এক সপ্তাহে যা যা পড়সি তা এর আগেও ১০০ বারের বেশী পড়া হইসে .....তার মধ্যে আছে........
১. দত্তা...........শরত বাবু
২. নি-----------হুমায়ুন আহমেদ (আমার খুব পছন্দের)
৩. রবোনগরী-------জাফর ইকবাল
৪. তেতুল বনে জোছনা----------হুমায়ুন আহমেদ
৫. দেবী--------------হুমায়ুন আহমেদ
৬. গর্ভধারিনী-------সমরেশ মজুমদার
৭. মামলা-------বিমল চক্রবর্তী (একটু পড়েছি......মজা পাই না)
৮. আর জীবনানন্দ কবিতা সমগ্র + নজরুল কবিতা সমগ্র + শত্তি চট্রপাধ্যায় এর কিছু কবিতা কোনটা না কোনটা রোজ রোজ ই পড়ি.........প্রত্যেক দিন ই নতুন মনে হয়;q;q;q

১২

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

আমি যেটা মাঝে-মধ্যেই পড়ি (২ দিন আগেও পড়েছি) সেটা হচ্ছে পূর্ণেন্দু পত্রী'র "কথোপকথন-১" , কবিতাগুলো খুব ভালো লাগে smile

১৩

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

উড়ে যাব ডানা মেলে

১৪

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

গত পরশুদিন পড়লাম CISCO IT Essential গতকালকে পড়লাম CISCO Fundamentals 1 (মনে হয়) আজকে MCSE/MCSA hairpullhairpull~X(~X(~X( গল্পের বই অনেকদিন পড়ি না। দেশ থেকে ৪ টা বই কিনেছিলাম সব বই মেলার। সব পড়া শেষ। ই-বুক ডাউনলোড করেছি প্রায় ২৫ টা এর মধ্যে ৩ টা মনে হয় পড়েছি। তাও আগে। তাই নাম মনে নেই।

১৫

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

একেবারে ইদানীং কোনো বই পড়া হয়নি। তবে মাসখানেক আগে পড়েছি Aldous Huxleyর "Brave New World", Alice Walker-এর "The Color Purple" আর Khaled Hosseiniর "The Kite Runner"।

১৬

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

আমি বই পড়ার সময় পাই না। তবে বই দেখার সময় পাই:-S আমাদের পাশে এক বিশাল লাইব্রেরী রয়েছে)+D

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৭

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

১৮

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

১৯

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

দন্ড বিধি ও শ্রম আইন..

২০

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?