টপিকঃ ওপেন অফিস: সমস্যা ( পাওয়ার পয়েন্ট ... থুক্কু ইমপ্রেস )
আমি যে ল্যাপটপ কম্পিউটারটা ব্যবহার করি এটা আমার জাপানি প্রফেসর আমাকে ব্যবহার করতে দিয়েছেন। অপারেটিং সিস্টেম সহ সবকিছুই জাপানিতে; আর জাপানি এমনই এক ভাষা যে, সহজে শেখা যায় না।
তাই ইংরেজি ভাষায় ওপেন অফিস ২.১ ইনস্টল করে নিয়েছি। ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করি মজিলা ফায়ারফক্স (ইংরেজি)। গত পরশুদিন একটা ছোট প্রেজেন্টেশন ছিল। ওপেন অফিসের পাওয়ার পয়েন্ট সমতূল্য ইমপ্রেস দিয়ে প্রেজেন্টেশনটা বানালাম। বেশ ভালই লাগল অনস্ক্রীন শো ... ... কিন্তু আসল সময় ভজঘট লেগে গেল। যেইমাত্র আউটপুট কম্পিউটার থেকে প্রজেক্টরে দিলাম সব গেল অন্যরকম হয়ে। স্ক্রীনের ডানদিকের প্রায় ১৫% এর মত আর দেখা যায় না! কি মুশকিল.... আউটপুট বাতিল করে কম্পিউটার স্ক্রীন আনলাম .. ... ওয়াও!!! এখানে তো ডেস্কটপের সমস্ত আইকনের জায়গা পরিবর্তন হয়ে গেছে। ফন্ট পরিবর্তন হয়ে গেছে। আবার প্রজেক্টরে আউটপুট দেয়াতে আরও খারাপ অবস্থা... প্রায় ২৫% জায়গা নাই !!!
যা হোক, ভাগ্য ভাল যে প্রেজেন্টেশনটা আমার বিশ্ববিদ্যালয়ের মধ্যেই। নরমাল মোড থেকে একটা একটা করে স্লাইড দেখালাম। প্রজেক্টর আউটপুট কেবল/ডাটা কর্ড খোলার পর দেখি সব প্রায় আগের মত। খালি, ডেস্কটপের আইকনগুলো এলোমেলো।এর আগে এই ল্যাপটপ দিয়ে বেশ কয়েকটা আন্তর্জাতিক সম্মেলনে প্রেজেন্ট করেছি ঝামেলাবিহীনভাবে --- তবে ওগুলো পাওয়ার পয়েন্টে ছিল।একটু ভয় পাইছি। ভাবছিলাম মাইক্রোসফটের কবল থেকে মুক্ত হয়ে গেছি.... কিন্তু এমন ভজঘট লাগলে তো আবার পাওয়ার পয়েন্টে ফেরৎ যাওয়া লাগবে।
কেউ কি ইমপ্রেস ব্যবহার করেছেন? করলে একটু জানান ঘটনাটা কি? আমার বিপদ কি ইমপ্রেসের জন্য না কি অন্য কোন কারনে, বুঝতেছি না।