টপিকঃ সতর্কীকরণ নোটিশ
ইদানিং বাজপাখী নামধারী জনৈক সদস্য/সদস্যা তাঁর কাছে প্রেরিত একটি ব্যক্তিগত গোপন বার্তা পোস্টে প্রকাশ করে শামসী নামক অপর সদস্যের বিরূদ্ধে অভিযোগ করেছেন। এই পরিপ্রেক্ষিতে এই সতর্কীকরণ নোটিশটি দিতে বাধ্য হলাম:
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
১. প্রথমেই সদস্য শামসীকে সতর্ক করা হচ্ছে, তিনি যেন ভবিষ্যতে এরূপ অশালীন ভাবে অপরকে আঘাত করে কিছু না বলেন। পরবর্তীতে আপনার নামে এই ফোরামের আওতার মধ্যে এরূপ প্রমাণিত অভিযোগ পেলে আমরা শান্তির স্বার্থে আপনার বিরূদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। প্রসঙ্গত: উল্লেখ্য যে, অভিযোগের ভিত্তিতে অ্যাডমিন ডেটাবেজ থেকে মেইলের সত্যতা যাচাই করেছেন।
২. এই নোটিশের মাধ্যমে সদস্য/সদস্যা বাজপাখীকে সতর্ক করা হচ্ছে, তিনি যেন ভবিষ্যতে এরূপ গোপন বার্তার গোপনীয়তা ভঙ্গ না করেন। আপনার কাছে প্রেরিত বার্তাটি যথেষ্ট কুরূচীপূর্ণ ছিল, এটার কথা আপনি অ্যাডমিন/মডারেটরদেরকে গোপন বার্তার মাধ্যমে দৃষ্টি আকর্ষন করে জানাতে পারতেন। তা' না করে কয়েকবার এটা পোস্ট করার কারণে ফোরামের পরিবেশ বেশি নষ্ট হয়েছে বলেই আমি মনে করছি। প্রসঙ্গত: উল্লেখ্য যে, ইতিপূর্বেও সদস্য/সদস্যাগণের মাঝে এরূপ পোপন বার্তার কারণে সৃষ্ট সাময়িক মন কষাকষি, পরবর্তীতে তাদের জ্ঞানময় আচরণে বন্ধুত্বে পরিবর্তিত হয়েছিল।
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
সম্মানিত অন্যান্য সদস্য/সদস্যাদের বিনীতভাবে অনুরোধ করছি, আপনার কাছে প্রেরিত কোন বার্তা যদি আপনার কাছে আপত্তিকর মনে হয় তাহলে সেটার প্রেরককে সেটা জানান। এরপরও যদি প্রেরক আপনার প্রতি তার মনোভাব পরিবর্তন না করে তাহলে অ্যাডমিন/মডারেটরের সাহায্যে মধ্যস্থতা করুন। অপর একজন সাময়িক উত্তেজনার বশে কিংবা প্রতিকুল পরিবেশের চাপে সহজেই নিজের উপর নিয়ন্ত্রন হারিয়ে একটি আপত্তিকর কথা আপনাকে পাঠাতে পারে... কিন্তু পরবর্তীতে উত্তেজনা প্রশমিত হলে তিনি নিজের ভুল বুঝতে পেরে আপনার কাছে ক্ষমা চাইতেও পারেন। ফোরামটি আমাদের সকলের মাঝে বন্ধুত্ব বাড়ানোর জন্য একটি মাধ্যম। কাজেই একজন ভুল করলেও অপরের উচিৎ তাকে ভুল শুধরানোর সুযোগ দিয়ে বন্ধুত্ব করার সম্ভাবনা বাড়িয়ে দেয়ার।
অপর আরেকটি কথা মনে রাখবেন: প্রতিটি মানুষ ভিন্ন ভিন্ন পরিবেশে থাকার ফলে তাঁদের আবেগ-অনুভুতির প্রকাশভঙ্গিটা ভিন্ন। ভাষার ব্যবহারটাও আলাদা; একটি কথা আপনার এলাকায় বা পরিচিতমহলে যে অর্থে ব্যবহৃত হয়, সেটা অপর একজনের পরিচিত বলয়ে হয়ত কিছুটা ভিন্ন অর্থে ব্যবহৃত হয়।