Re: গতকালকের বিড়ম্বনা(২৫-০৭-২০০৮)
খুব মজা হয়েছে তাইনা =)))+D)+D
৩ ২৬-০৭-২০০৮ ১৪:৪৫ সর্বশেষ সম্পাদনা করেছেন জুয়েল (২৬-০৭-২০০৮ ১৪:৪৭)
Re: গতকালকের বিড়ম্বনা(২৫-০৭-২০০৮)
হেহে ঘুরতে গিয়ে বিরাট এ্যাডভেঞ্চার হইছে বুঝাই যাইতেছে:cool:, তো শেষ পর্যন্ত চাকা কিভাবে উঠালেন ?:-j। যতদুর জানি বালিতে ভ্রমনের জন্য স্পেশাল চাকাযুক্ত একধরনের গাড়ি আছে, কি যেন নাম:-?। তবে মরুভুমির সাথে সাগড়:x:x:x:x আমি কাতার যাব:x:x।
অট: কাতার ভাই শেষের ছবি জটিল হইছে, হিরোইক শট;););D;D। ধন্যবাদ শেয়ার করার জন্য(y)।
Re: গতকালকের বিড়ম্বনা(২৫-০৭-২০০৮)
Re: গতকালকের বিড়ম্বনা(২৫-০৭-২০০৮)
চাকা উঠানোর কাহিনী একটু বলা দরকার।
আমাদের এই অবস্থা দেখে এক মিশরী তার পাজারো নিয়ে রাস্তায় থামলো, তার বলল ৫০ রিয়াল লাগবে, বালু হতে গাড়িকে উঠানোর জন্য। :-Ob-( আমজাদ বললো , মোশারফ একটু অপেক্ষা কর, আর মিশরীকে বললো ধন্যবাদ প্রয়োজন নেই। আমি তো মহা টেনশনে পড়ে গেলাম। এবার আসলো আমার সমবয়সী এক কাতারী। ব্যাটায় এসেই সামানের চাকাদ্বয়ের হাওয়া অর্ধেক ছেড়ে দিলো। এর পর স্টায়ারিং এ বসে চেস্টা করলো, গাড়ি আরো ৩ ইন্চি ডেবে গেল।
ধন্যবাদ জানিয়ে এই ব্যাটায় চলে গেল।
এবার এলো আরেক কাতারী মাঝ বয়সী। এসেই একটা হাসি দিল।
বললো রশি আছে কি না। আমি বললাম না, নেই। এর মধ্যে আরেকটা গাড়ি এলো, চারজন মিশরী। কাছে গিয়ে বললাম, তার তাদের গাড়ি থেকে নেমে এল। ইতিমধ্যে মাঝ বয়সী কাতারী তার পাজারো নিয়ে বালির উপর দিয়ে বীচের দিকে চলে গেল।
মিসরী চারজন মিলে অনেক ধাক্কা-ধাক্কি করলো , কোন লাভ হলো না। এবার এই চার জন তাদের গাড়িতে উঠে বীচের দিকে বালির উপর দিয়ে রওয়ানা হল, ১০ ফিট যাওয়ার পরই একই বিপত্তি তাদের ভাগ্যেও জুটলো;D। আমি উপায় না দেখে আবার মেইন রোড এ এসে দাড়াল, পুলিশের গাড়ি দেখে হাত তুললাম, কাছে আসতেই বললাম আমাদের গাড়ি আটকে গেছে এখন কোন উপায় যদি করতে পারেন। পুলিশ বললো তোমরা এখানেই থাকো আমি আসছি । ইতিমধ্য সেই মাঝ বয়সী কাতারী এলো মোটা রশি নিয়ে, এটা দেখে পুলিশ বিদায় নিলো। কাতারী নিজেই রশি বাধলো, এর পর বলল চলো বিচের দিকে, আমরা বললাম না মেইন রোডের দিকে নিয়ে যান। উনি হেসে বললো সমস্যা নাই তোমাদের ঘুড়াঘুড়ি শেষ হলে আমি আবার নিয়ে আসবো, আমি বললাম না আমাদের গাড়ি মেইনরোডে নিয়ে যান এতেই হবে। গাড়ি মেইন রোডে নিয়ে আনলো। তাকে ধন্যবাদ জানালাম।
অতপর ১০ মিনিট বালুতে হেটে হেটে বীচে এলাম।
Re: গতকালকের বিড়ম্বনা(২৫-০৭-২০০৮)
Re: গতকালকের বিড়ম্বনা(২৫-০৭-২০০৮)
গাড়িটা আমার পছন্দ হইইইইছে। গাড়িটা আমি নিবোওওওও..........--(--(--(--(--(--(--(--(--(--(--(--(
রক্তের গ্রুপ: B(-)
Re: গতকালকের বিড়ম্বনা(২৫-০৭-২০০৮)
এহ, এই গরমের দিনে সাগরের এ কি অবস্থা? লিবিয়াতে আসেন, শুধু সাগরের রং দেখেই মন ভরে যাবে, পানিতে নামতে হবে। একেবারে যাকে বলে সুনীল সাগর।
Re: গতকালকের বিড়ম্বনা(২৫-০৭-২০০৮)
আমার তো মনে হয় এটা খুবই মজার একটা ঘটনা এবং এরকম ঘটনা প্রতি সপ্তাহে একটা করে ঘটা উচিত;D;D;D;D;D
আর কাতাল ভাই এর উচিত নিজে নিজে ট্রাই করা..........পারুক আর নাই পারুক.......ভুরিটাতো কমবে:-j:-j:-j:-j:-j:-j
Re: গতকালকের বিড়ম্বনা(২৫-০৭-২০০৮)
:-j:-জটিলযযযয গাড়ি।...।
এইটা এখন থেকে আমার :D:D
সময় পাবে না আর, নামিছে অন্ধকার!
গোধূলিতে আলো-আঁধারে-পথিক যে পথ ভোলে!!
Re: গতকালকের বিড়ম্বনা(২৫-০৭-২০০৮)
রক্তের গ্রুপ: B(-)
Re: গতকালকের বিড়ম্বনা(২৫-০৭-২০০৮)
জুয়েল ভাই লিখেছেন অট: কাতার ভাই শেষের ছবি জটিল হইছে, হিরোইক শটwinkwinkhehehehe। ধন্যবাদ শেয়ার করার জন্যthumbs_up
কাতারভাই এ বিষয়ে মতটা যানাবেন।