Re: এডমিন/ইউজার পাসওয়ার্ড খোলার উপায়
মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলা!
এই ধরনের পোস্টে আমি কোন সমস্যা দেখছি না! ভালো পোস্ট!
কাতার ভাইয়া, ইয়ে... আরও টিউটোরিয়াল লেখেন... (ইয়ে মানে ইলাসট্রেটরের উপর! )
এধরনের পোস্ট যদি আপত্তির কারনে বন্ধ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নতুন করে চিন্তা ভাবনার জন্য অনুরোধ করব! আর যদি সত্যিকার অর্থেই সমস্যা মনে করেন সেক্ষেত্রে মডুরা কারন দর্শালে খুউবই ভালো হয়। (স্বপ্নচারী ভাই, আলমগীর ভাই, শামীম ভাই - উনাদের ব্যাখা সাধারনত খুউবই যুক্তিপূর্ন এবং অভিজ্ঞ হয়! এই কারনেই বললাম! আর ) মডুদের বক্তব্য যে কোন ডিসিশনের ওয়েট বাড়ায়।
কিঞ্চিত অফটপিক:
এই ধরনের, এবং আরও অনেক ভালো ভালো পোস্ট পারস্পরিক দ্বন্ধের কারনে বন্ধ হয়ে গেছে। একটু মডারেট করে কিছু পোস্ট খুলে দিলে ভালো হতো না!
যেমন কিছু স্টিকি পোস্ট!!!? এখন মনে হয় ফোরামের অস্থিরতা অনেক কমে গেছে।
মডুদের কাজও কমে গেছে!
(অলস হয়ে যাচ্ছে...
মানি না, মানব না!
) আমি সব পোস্টের ব্যাপারে বলছি না। যেসব ব্যাপারে সুনির্দিস্ট নিয়ম আছে সেগুলার ব্যাপারে কোন সমস্যা নেই। আর প্রয়োজনে নতুন নিয়ম করে নিয়ে তবেই কার্যকর করা উচিৎ।
যাক বহুত পন্ডিতি মারছি! আর মারুম না!
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)
Re: এডমিন/ইউজার পাসওয়ার্ড খোলার উপায়
এখানে কোন হ্যাকিং বিষয় আছে বলে আমার মনে হচ্ছেনা। এটি একটি কাজের বিষয়। যা নরমাল কম্পিউটার ইউজারদের লাগবে।
হ্যাকিং কথাটি যেহেতু এসেছে তাতে আমি উল্লেখ করতে চাই বিশ্বের বড় বড় দেশ গুলিতে যেখানে প্রযুক্তি নির্ভর কাজ এবং অফিস রয়েছে সেই সব অফিস তাদের নেটওয়্যার্ক এডমিনদের টাকা খরচ করে হ্যাকিং ক্র্যাকিং শেখাচ্ছে তাদের নেটওয়্যার্ককে বাচাঁনোর জন্য।
Re: এডমিন/ইউজার পাসওয়ার্ড খোলার উপায়
Re: এডমিন/ইউজার পাসওয়ার্ড খোলার উপায়
এইসব ক্র্যাকিং এর বিরুদ্ধে আমি
নো হ্যাকিং নো ক্র্যাকিং - লিনাক্স
Re: এডমিন/ইউজার পাসওয়ার্ড খোলার উপায়
এই পোস্টে কোন সমস্যা দেখি না।
তবে যদি কাতার ভাইয়ের দেয়া লিঙ্কে কোন পাইরেটেড কিছু থাকে তাহলে পুরোটাই অবৈধ।