৪১ সর্বশেষ সম্পাদনা করেছেন muniaamoni (২০-০১-২০১৫ ১৩:৪৫)

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম!

৪২

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম!

yahooশুভ জন্ম দিন প্রজন্ম ফোরাম + মরুভূমির জলদস্যু  yahoo

৪৩

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম!

শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম  smile

এক টুনিতে টুনটুনালো সাত রানির নাক কাঁটালো

৪৪

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম!

শুভ জন্মদিন প্রজন্ম...

৪৫

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম!

Jol Kona সহ সবাইকে ধন্যবাদ।

আমার মনে হয় দোষটা আমার। আমি কিভাবে ভুলে গেলাম ভেবে আশ্চর্য লাগছে  dontsee। শামীম ভাই যথার্থই বলেছিলেন "সঙ-সার"। এর কবলে পড়ে সবই কিছুরই খেই হারিয়ে ফেলেছি।

যাহোক, লেখা শুরু করলে অনেক বড় হয়ে যাওয়ার ভয় আছে। তাই প্রজন্ম পরিবারের সবাইকে শুভেচ্ছা জানিয়েই শেষ করতে চাই।

শুভ জন্মদিন প্রজন্ম  dancing; পরিবারের সব সদস্যরা ভাল থাকুক  thumbs_up

৪৬

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম!

শুভ জন্মদিন, প্রজন্ম ফোরাম!

অসুস্থতার জন্য ঘরে বসে ডিম পাড়ছি। এজন্য এবারে মিস হয় নি  hehe আসলেই দেখতে দেখতে কতদিন কেটে গেল!!! এরই মাঝে প্রজন্ম শিশু থেকে কৈশোর পেরিয়ে, যৌবন নিয়ে ছিনিমিনি খেলে, অতঃপর অকাল বার্ধ্যক্যও দেখে ফেলেছে। সুদিন ছিল, জমজমাট ছিল। এখন কিছুটা মালিন্য এসে গিয়েছে। এর ভার আমরা একে অপরের উপর চাপিয়ে দিয়েই দায়মুক্ত থাকতে চেয়েছি। সে যাক, আশার কথা হল, মরতে মরতে প্রজন্ম প্রতি বছর বেঁচে যাচ্ছে। এ যেন প্রতি বছরে স্ফিংক্স -এর উত্থান-কাহিনী মঞ্চস্থ হচ্ছে!

সেদিন একজন আমাকে বলল, প্রজন্মে যাই কিনা? বললাম, আর ভাল লাগে না! বলেই কী ভীষণ খারাপ লাগল, সে বলে বোঝাবার না। কখনো ভাবি নাই, এরকম বলতে পারব। কিন্তু বাস্তবতা কখনোই সূক্ষ্ম আবেগের ধার ধারে নি; ধরবেও না। কেউ কেউ ভীষণ ব্যস্ত হয়ে গেছেন, কারো কারো কাছে গুরুত্বের মান পরিবর্তন হয়েছে, কেউ না-বলা কোন অভিমানে দূরে সরে আছেন, কেউ যোগ্যতম সাথীদের অভাবে নাক সিঁটকোচ্ছেন, আর কেউ কেউ 'নাই-নাই' বলে গলা ফাটিয়ে যাচ্ছেন অবিরত ইত্যাদি ইত্যাদি। আমিও এই আওতার ভেতরে আছি। কোন না কোন কারণে বলেছি আর ভাল লাগে না। অথচ, আশ্চর্যের বিষয় হচ্ছে, বলে ফেলেই মনে হচ্ছে নতুন করে প্রেমে পড়ে যাচ্ছি! প্রজন্মে কী যেন আছে... চলে গিয়েও চলে যাওয়া যায় না। বারে বারে ফিরে আসতে হয়। এরকম পরিষ্কার হৃদয়ের ফোরাম খুঁজে পাওয়াও ভার!

প্রজন্ম, তোমায় ভালবাসি। ভালবেসে যাব চিরকাল!  love

৪৭

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম!

শুভ জন্মদিন প্রিয় প্রজন্ম ফোরাম  smile

৪৮

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম!

শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম! যার সাথে মিশে আছে জীবনের অনেকটা সময়... তার জন্মদিনে কি চুপ করে থাকা যায়। সফলতাকে সঙ্গী করে এগিয়ে যাক।  love

কারো আশা নষ্ট করবেন না, হয়তো এই আশাই তার শেষ সম্বল।

৪৯

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম!

শুভজন্মদিন প্রজন্ম ফোরাম...... ফোরামে প্রথম আসা গুগলে বাংলা জোকস খুজতে খুজতে, সেসময় ফোরামের "হাসির বাক্স"টা ছিল নিখাদ বিনোদনের ভাণ্ডার। বছরখানেক ভালই ছিল, তারপর ধীরে ধীরে এই বিনোদন প্রিয় মানসিক রোগী গুলো চলে গেলো। আমি হয়ে গেলাম একা...... দুঃখিত, আমার সাথে তখন নিনজা ছিল (এখনো কি আছে ?!)। তাই আমিও চলে গেলাম। মাঝে মাঝে আসি অবশ্য ঢু মারতে, কিন্তু কিছু লেখা হয়না। অনেকদিন বাদে একটু লেখতে ইচ্ছে হল তাই লেখলাম blushing

Seen it all, done it all, can't remember most of it.

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

৫০

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম!

H B D P F

"নামাজ সকল খারাপ কাজ থেকে দূরে রাখে এবং মনকে পরিস্কার রাখে।"

নামাজ, রোযা সকল মুসলমানের জন্য ফরজ। সকলে রোযা রাখি, নামাজ পড়ি, আল্লাহর হুকুম পালন করি এবং রাসুল(সাঃ)-এর সুন্নাত আদায় করি।

৫১

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম!

শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম  hug

আল্লাহ এক, অদ্বিতীয় ও সর্ব শক্তিমান।

৫২

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম!

৫৩

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম!

শুভ জন্মদিন প্রজন্ম!   thumbs_up

৫৪

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম!

শুভ জন্মদিন ফোরাম
আমি আছি ২০১৮ থেকে ।