টপিকঃ নতুনদের জন্য কিছু কথা
আমি ফোরাম এডমিনদের কেউ নই, এই পোষ্টও প্রজন্মের অফিসিয়াল কোন বিজ্ঞপ্তি না, ফোরামকে সুন্দর রাখতে আমরা সাধারণ সদস্যরা অন্য সব ফোরামের মতই লিখিত নিয়মাবলীর বাইরেও কিছু অলিখিত নিয়ম-নীতি মেনে চলি। নতুন সদস্যদের জন্য এগুলোর সাথে আমার পক্ষ থেকে কিছু পরামর্শ-
আপনি ফোরামে নতুন নিবন্ধন করেছেন? স্বাগতম। আপনি এখন থেকে প্রজন্ম পরিবারের অংশ।
১. নিবন্ধনের পর আপনার প্রথম কাজ হচ্ছে ফোরামের নিয়মাবলী পুরোটা এক নিঃশ্বাসে পড়ে ফেলা। পড়া হয়ে গেছে? খুব ভাল। এবার আরও একবার রিভিশন দিন, এবারে এক নিঃশ্বাসে না পড়লেও চলবে। আসলে এই একটা কাজই ফোরামে আপনার ভবিষ্যত অবস্থান নির্ধারণ করবে। প্রতিবার সতর্কতা বার্তা পাওয়ার পর একবার করে পড়ার চেয়ে প্রথমেই ভাল করে পড়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে।
২. আপনার যদি এর আগে ফোরামিংয়ের (ব্লগিং না) অভিজ্ঞতা না থাকে তবে এর সাথে সময় নিয়ে পরিচিত হোন, দেখুন, বুঝুন, চিনুন; তাড়াহুড়ার দরকার নেই।
৩. যে কোন নতুন পরিবেশের সাথে পরিচিত হতে একটু সময় লাগে। দুয়েকদিন ফোরামে ঘুরেফিরে দেখুন, নতুন-পুরাতন টপিক পড়ুন, পরিবেশটা বোঝার চেষ্টা করুন।
৪. এবার ফোরামের সবার সাথে পরিচিত হওয়ার পালা। "অভ্যর্থনা কক্ষ" বিভাগে নতুন একটি টপিক খুলে আপনার পরিচয় দিন (পরের পয়েন্ট দেখুন)। প্রজন্মের সবাই নতুনদেরকে স্বাগতম জানাতে খুব ভালবাসে।
৫. বাংলায় লিখুন, কারণ এটি একটি বাংলা ফোরাম। বাংলা লেখা এখন আর সাঁতরে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার মত কিছু না; অভ্র ফোনেটিক, ফোরামের বিল্টইন কীবোর্ড, এমনকি বিজয় একুশে দিয়েও সহজেই বাংলা লেখা যায় । আর ফিক্সড লেআউট গুলো শেখার জন্য ফোরামে বেশ কিছু টিউটোরিয়াল পাবেন, খুঁজে দেখুন।
৬. পোষ্ট করার আগে নিজে পড়ে দেখুন। বানান যথাসম্ভব নির্ভুল রাখতে চেষ্টা করুন। শেষ পোষ্টের তারিখ দেখুন, বেশি পুরোনো টপিকে অযথা কমেন্ট না করাই ভাল, যদি করতেই হয় তবে আরেকবার বিবেচনা করুন আপনার কমেন্টটা কতটুকু দরকারী, অন্য সদস্যের বিরক্তির কারণ হবেন না। অযথা পুরোনো টপিকে "ভাল হয়েছে", "ধন্যবাদ" ধরনের মন্তব্য করা হতে বিরত থাকুন।
৭. ইদানিং ফোরামে কপি-পেষ্ট পোষ্ট খুব বেশি দেখা যাচ্ছে, যা খুবই বিরক্তিকর।
৭.১. শুধু শুধু পত্রিকার সমস্ত সংবাদ কপি করে করে টপিক না খোলাটাই ভাল; ফোরামের সদস্যদের অনেকের বাড়িতেই নিয়মিত কাগজের পত্রিকা রাখা হয়, অন্যরা পত্রিকার নিজস্ব ওয়েবসাইটে গিয়ে পড়তেই বেশি পছন্দ করে। তবে যদি কোন সংবাদের ব্যাপারে আপনার মতামত শেয়ার করতে চান, বা অন্য সবার মতামত জানতে চান তবে সংবাদের বিশেষ অংশটুকু কোট করে নিচে আপনার মতমত লিখুন এবং অতি অবশ্যই লিংক উল্লেখ করুন। "সূত্রঃ ইন্টারনেট", "সূত্রঃ ওয়েবসাইট" ধরনের কথাবার্তা থেকে বিরত থাকুন।
৭.২. অন্য কোন সাইটে প্রকাশিত কোন লেখার ক্ষেত্রেও একইভাবে কোট করুন এবং স্পষ্টভাবে সরাসরি মূল লেখার (শুধু সাইটের হোমপেজের না) লিংক উল্লেখ করুন। কেউ একজন একটা লেখা পরিশ্রম করে লিখেছে, তার পরিশ্রমের মর্যাদা দেওয়া উচিৎ, এতে আপনার কোন ক্ষতি হচ্ছে না।
৮. আপনি যদি শুধুমাত্র রেফারেলে ক্লিক বাড়াতে, নিজের সাইটের ট্রাফিকের আশায়, কিংবা লিংক বিল্ডিং কাজ করতে গিয়ে নিবন্ধন করে থাকেন তাহলে ছোট একটি ভুল করে ফেলেছেন । বিজ্ঞাপনের চিন্তা মাথা থেকে ডিটারজেন্ট দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। আর প্রজন্ম ফোরাম পুরোটাই নো-ফলো, তাই সময় নষ্ট না করে ডু-ফলো ফোরাম খুঁজুন।
খুব কমন কিছু ভুলঃ
১. "পরামর্শ-সমস্যা-সমাধান" বিভাগটি শুধুমাত্র ফোরাম সম্পর্কিত পরামর্শ বা সমস্যার জন্য নির্ধারিত। আপনার নিজের কোন সমস্যায় সাহায্য চাইতে সংশ্লিষ্ট বিষয়ের জন্য নির্ধারিত বিভাগে টপিক খুলুন।
নোটঃ যে কোন ভুল মোস্ট ওয়ান্টেড হিসেবে ঘোষনা করা হল, দেখার সাথে সাথে ধরিয়ে দিন (দুঃখিত, কোন পুরষ্কার নাই )। সাথে নতুন কোন পয়েন্ট থাকলে জানানোর অনুরোধ রইল।
নিউরোন তরঙ্গের লগবই