টপিকঃ Prince of Persia forgotten sands গেম এ আটকে গেসি।
প্রজন্ম ফোরামে আসলাম অনেক দিন পর প্রায় ৪-৫ বছর পর। অনেকদিন পর মনে পড়ল আর একটা হেল্প এর জন্য আসলাম। আশা রাখি এখন আবার আসা শুরু করব। আমার সমস্যাটা বলিঃ আমি প্রিন্স অফ পার্সিয়া warrior within হালকা খেলেছি, Sands of time 81% খেলেছি, The two thorne last boss খেলেছি, ghost of the past(2008) কয়েকবার ওভার দিছি। এখন forgotten Sands খেলছি কিন্তু একটা stage এ গিয়ে আটকে পড়েছি। এই পাজল সলুশান এর কোনও পথ দেখতে পাচ্ছিনা, একটা মুর্তির সামনে একটা মেকানিজম থাকে ঐ মেকানিজম ঘুরালে মুর্তির বিভিন্ন হাতে একটা লাঠির আলাদা আলাদা অংশ থাকে ঐগুলো এক সাথে মিলে একটা পুর্ন লাঠি হয়ে যায় তখন ঐখানে একটা সিড়ি চলে আসে যেটা দিয়ে উঠে আরেকটা মুর্তির কাছে যেতে হয় কিন্তু এই মুর্তির সামনের মেকানিজম ঘুরালে তার হাতের লাঠি কমপ্লিট হচ্ছেনা। আর অপজিট সাইডে আরেকটা মুর্তি আর তার সামনে মেকানিজম আছে কিন্তু সেখানে যাবার কোনও রাস্তা পাচ্ছিনা। অথচ এমন হবার কথা না কারন Prince persia আমি অনেকবার খেলেছি যার কারনে রাস্তা খুজে পাবনা এমন হবার কথা না কিন্তু কিছু করতে পারছিনা আশা করি কেউ সলুশান দেবেন।