সর্বশেষ সম্পাদনা করেছেন ইলিয়াস (১৪-০৮-২০১৬ ১৬:২১)

টপিকঃ পৃথিবীর অনুরূপ আরেকটি গ্রহ আবিষ্কার - BDTodays.com News

পৃথিবীর অনুরূপ আরেকটি গ্রহের সন্ধান দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা। আমাদের ছায়াপথের এক প্রতিবেশী ছায়াপথে এটির অবস্থান।

ওই গ্রহটি যে দূরত্বে একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে, তা প্রায় পৃথিবীর মতো হওয়ায় গ্রহটিতে প্রাণের উপযোগী পরিবেশ থাকতে পারে বলে ধারণা করছেন গবেষকেরা। গতকাল শুক্রবার জার্মান সাপ্তাহিক ডের স্পিগেল এ তথ্য জানিয়েছে।

ওই এক্সোপ্ল্যানেট বা পৃথিবীসদৃশ গ্রহটির কোনো...

সর্বশেষ সম্পাদনা করেছেন সমালোচক (১৪-০৮-২০১৬ ০৭:১০)

Re: পৃথিবীর অনুরূপ আরেকটি গ্রহ আবিষ্কার - BDTodays.com News

নতুন আইসাই শুরু করলেন??
লিখলে সব লিখেন নালিখলে লিংকবাজি কইরেন না.........  angry

Re: পৃথিবীর অনুরূপ আরেকটি গ্রহ আবিষ্কার - BDTodays.com News

আল্লাহ্ তা’আলার বাণীঃ আর যারা নামায প্রতিষ্ঠা করে, যাকাত দান করে এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে, রোগে-শোকে ও যুদ্ধের সময় ধৈর্য্য ধারণকারী তারাই হল সত্যাশ্রয়ী, আর তারাই পরহেযগার।”(২:১৭৭)

Re: পৃথিবীর অনুরূপ আরেকটি গ্রহ আবিষ্কার - BDTodays.com News

Re: পৃথিবীর অনুরূপ আরেকটি গ্রহ আবিষ্কার - BDTodays.com News

আরো বিস্তারিত লেখা হলে ভাল হইতো ।