৮২ ২২-০১-২০১২ ১৯:৩৪ সর্বশেষ সম্পাদনা করেছেন নাকিব (২২-০১-২০১২ ১৯:৩৮)
Re: ফটোগ্রাফি টিপস
Re: ফটোগ্রাফি টিপস
Aperture & ISO সম্পর্কে বিস্তারিত জানতে চাই! বাংলায় না হলে বুঝব না। ইংলিশে বুঝি নাই
৮৪ ২৪-০৫-২০১৩ ০৮:৩১ সর্বশেষ সম্পাদনা করেছেন ছোট মহাপুরুষ (২৪-০৫-২০১৩ ০৮:৩১)
Re: ফটোগ্রাফি টিপস
Re: ফটোগ্রাফি টিপস
ফোরামের ক্ষমতাব্যান লোকেরা কয় । বসে বসে আর দেখতে পারছি না ।
Re: ফটোগ্রাফি টিপস
Re: ফটোগ্রাফি টিপস
Re: ফটোগ্রাফি টিপস
যায়যায়দিনে ফটোগ্রাফি টিপস কোন পেজ দেয়।আমি তো খুঁজেই পাই না।
Re: ফটোগ্রাফি টিপস
টপিকটা বাম্প করার জন্য দুঃখিত। যদিও স্টিকি করা আছে।
ফ্ল্যাশ এর ব্যবহার সম্পর্কে জানতে চাই। ফুল-অটো, সেমি-অটো, ম্যানুয়াল এগুলোর মধ্যে বিগিনার লেভেল এর জন্য বেটার কোনটা হবে? একটা জায়গায় ফ্ল্যাশ ব্যবহার করা আমার পক্ষে এখনো সম্ভব হয়নি সেটা হলো উপরে সারফেস ছাড়া কোন লোকেশনে ফ্ল্যাশ ব্যবহার। মানে উপরে রিফ্লেক্ট করার মত কিছু নেই, যেমন খোলা মাঠে। কিভাবে এটা করা যেতে পারে?
৯১ ০৬-০৩-২০১৫ ০১:০১ সর্বশেষ সম্পাদনা করেছেন তাহসান কাব্য (০৬-০৩-২০১৫ ০১:০২)
Re: ফটোগ্রাফি টিপস
বিগিনার লেভেল এ কমদামের ম্যানুয়াল ফ্ল্যাশ ই ভালো হবে। বেশী দামী টিটিএল ফ্ল্যাশ এ আসলে অটোমেটিক এক্সপোজার সিলেক্ট করে নেয়। ব্যাপারটা আমার ঠিক পছন্দ না।(ব্যাক্তিগত মতামত। অটোমেটিক যেকোন কিছুই আসলে আমার কেন জানি পছন্দ হয় না। )
আর যখন কোন খোলা মাঠে ফ্ল্যাশ ইউজ করবেন তখন ডিরেক্ট ফ্ল্যাশ ইউজ করতে পারেন ফ্ল্যাশ এর উপরের রিফ্লেক্টর দিয়ে। যেহেতু পিছনে কোন দেয়াল নেই সেহেতু শ্যাডো পরার সম্ভাবনা নেই। আর যদি বাউন্স করতে চান তাহলে সাবজেক্ট এর দিকে মোটামুটি ৪৫ ডিগ্রি কিংবা প্রয়োজন অনুযায়ী বাকা করে নিন। আর সাথে ফ্ল্যাশের উপরের সাদা রঙের কার্ড এর মত বস্তুটাকে (বাউন্স কার্ড) পুরোপুরি বের করে দিন।
Re: ফটোগ্রাফি টিপস
TTL, iTTL, eTTL, নিয়ে পড়াশুনা করলাম দুইদিন আগে। পুরোটুকু পড়ার যেটা মনে হয়েছে এইগুলা খুব আহামরি কাজে দিবে না। TTL সাবজেক্টের দূরত্ব মেপে নিয়ে ফ্ল্যাশের সেটিংস করে নেয়। অহেতুক এইটার কোন দরকার নাই, আপনি যখন লাইট বুঝে এপারচার+শাটারস্পিড কন্ট্রোল করতে পারেন, এইটাও আরামসেই পারবেন। অবশ্য আপাতত দৃস্টিতে আমার এতটুকুই মনে হয়েছে।
আমি সম্ভবত TTL ছাড়াই কিনবো। খরচ বাচুক।
ফয়সাল ভাই, কই ??? আপনিও কিছু সাজেশন দিন।
Re: ফটোগ্রাফি টিপস
Re: ফটোগ্রাফি টিপস
Re: ফটোগ্রাফি টিপস
আপনিও কিছু টিপস দেন বিশেষ করে মোবাইল দিয়ে ছবি কিভাবে তুলতে হয়