টপিকঃ ড্যাফোডিল ইউনিভার্সিটির CIS প্রোগ্রামটা কেমন?
আমার এক ছোটো ভাই আর্টস থেকে ইন্টার দিয়েছে, এসএসসি-তি ও আর্টস। কিন্তু তার এখন শখ জাগছে কম্পিউটারের উপর পড়াশোনা করবে। কিন্তু কেমনে কি? যেখানে হায়ারম্যাথ ছাড়া এই বিষয়ের উপর সায়েন্সেরই কোনো দাম নেই, সেখানে আর্টস!
তো অল্প স্বল্প খোজাখোজির পর ড্যাফোডিল ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম পেলাম। Bachelors Program in Computing and Information System (CIS)
ওনাদের কাছে জানতে চেয়েছিলাম এটা CSE-এর কাছাকাছি কিনা? বললো আগে ছিলো,কিন্তু তখন অন্যান্য গ্রুপ থেকে পড়া যেতো না। কিন্তু এখন সায়েন্সের সাবজেক্ট গুলো বাদ দেয়া হয়েছে।
কিন্তু এটা কেমন হবে বুঝতে পারছি না। আবার অনেইকেই দেখি বলে,ড্যাফোডিল ইউনিভার্সিটির সমস্যা আছে।
আমার এক ফ্রেন্ড বললো, AIUB-তে নাকি এরকম একটা সাবজেক্ট থাকার কথা।
তো, এই ব্যাপারে কারোও কাছে কোনো পরামর্শ থাকলে জানাবেন। ধন্যবাদ।