টপিকঃ জীবনধারা
জীবনধারা
মোঃরাজিব।
অনেকের লাইফ কাটে জটিল কঠিন অন্তরালে,
তবুও লাইফটা কাটাতে চায় সমানতালে সমান্তরালে!
কেউবা আটকে যায় নানা অন্তরজালে,
জীবন কাটায় তারা খুবই নাজেহালে।
কেউকেউ লাইফ কাটায় চরম ভুলেভালে,
আর লাইফ নিয়ে প্যাচখায় চুলেবালে।
ঝড়ে যায় কারো জীবন অকালে।
তবু রাত যায় সূর্য উঠে সকালে।
অনেকেই অন্যভাবে বাঁচতে চায়,বাঁচে।
তাদের লাইফের মোর নেয় ভিন্ন ধাঁচে।