টপিকঃ আউটসোর্সিং করতে চান ? আগে জানুন।
গুগল বা বিভিন্ন ধরনের সাইট থেকে ফ্রীল্যন্সিং এর মাধ্যমে অনেকে অর্থ উপার্যন করে জানি। জানি কি আমি ব্যক্তিগত ভাবে কয়েক জনের সাথে সরাসরি পরিচিত যারা অনলাইন থেকে অর্থ উপার্যন করেন। তবে নতুন যারা এই বিষয়ে জানতে চান বা আগ্রহী তাদেরকে কি বলবো আশলে তারাই এই ভাবে অর্থ উপার্যন করতে পারেন যাদের পুর্বের থেকে অনেক অনেক অভিজ্ঞতা আছে।এবং অনলাইন জগত সম্পর্কে অনেক ভালো জানেন বোঝেন এবং ভালো কাজ জানেন। শুধু গুগলে সার্চ দিলে হবেনা কিভাবে অনলাইনে ইনকাম করা যায় লিখে গুগলে সার্চ মারলে কোথা থেকে যে এতো লিংক গুগল আমদানি করে তা আসলে কারো জানা আছে বলে মনে হয় না।না আমি তাদেরকে ভড়কিয়ে দেবার জন্য বলছি না আশলে আমি বলার কে আমি তো নিজেই নতুন আর সত্য কথা হচ্ছে আমি কয়েক বছর ধরে অনলাইনে ইনকাম কি জিনিস তা শিখছি কিন্তু আজ পর্যন্ত আমি একটি টাকাও ইনকাম করতে পারি নি। তবে আমি অডেস্ক, ফ্রীল্যন্সার ডট কম,ইল্যন্স সহ কয়েক শো সাইট এ ঢু মেরে দেখেছি এবং যথেস্ট অভিজ্ঞতা হবার পর হার মেনেছি যে এই কাজ আমার জন্য না আমি যদি এই কাজ করতে চাই তাহলে সঠিক উপায়ে আমাকে অগ্রসর হতে হবে বুঝতে পেরেছি।শুধু তাই নই কয়েক শো পিটিসি সাইটে আমার একাউন্ট আছে যেখানে একটা সময় আমি যতদুর সম্ভব আমার অব্যহত চেস্টা আমি চালিয়ে গিয়েছি। তো মুল যে বিষয় বলতে চাচ্ছি যারা এখনও আমার মতো আশায় আশায় দিন যে গেলো আশা পুরন হলো না মেন্টালিটি নিয়ে গুটিগুটি পায়ে অগ্রসর হয়ে যাচ্ছেন তারা আমার মতো আসল সময় অকাজে পার না করে সঠিক ব্যক্তিদের কাছ থেকে আগে পরামর্শ নেন তার পরে অন্য পদক্ষেপ নেন। কারন অবস্যয় অনলাইন বা ফ্রীল্যন্সিং আমাদের দেশের জন্য বড় একটি উপার্যনের পথ। আর বাংলাদেশে অনেকেই এই পেশাকে প্রধান পেশা হিসেবে নিয়েছেন অনেকেই আছেন যারা এই ধরনের সাইট থেকে কাজ করতে করতে তার ক্লায়েন্টকে সাইটের বাইরে থেকেও কাজ করে দিচ্ছেন এবং খুব ভালো ইনকাম করছেন। আর একটা জিনিস তা হচ্ছে এখন অলিতে গলিতে মোড়ে মোড়ে সাইনবোর্ড দেখা যাই যারা খুব সল্প সময়ের মধ্যে আপনাকে অনলাইন থেকে অর্থ উপার্যনের ট্রেনিং দেবে বলে বলছে আসলে তাদের কাছে যদি কেউ পরামর্শ নিতে জান তো আগে প্রশ্ন করুন যে সে কত টাকা উপার্যন করেছে।কারন এভাবে যারা বিজ্ঞাপন দিয়ে এই কাজ করে তাদের কাজের অভিজ্ঞতা কতটুকু আছে তা যানা দরকার।যাই হোক আমি আমার ছোট্ট অনুভুতি প্রকাশ করলাম মাত্র কেউ অন্য কোন ভাবে নেওয়ার দরকার নেই। ধন্যবাদ।