টপিকঃ সৌদি আরব থেকে ভিডিও কল কারার জন্য কোন এ্যাপগুলো ব্যবহার করা যায়?
গুগল করে তেমন নির্ভরযোগ্য কোন তথ্য পেলাম না। ২০১৭ সালের কিছু আর্টিকেলে দেখলাম কিছু কিছু এ্যাপের ব্যান লিফট করেছে। আবার ২০২১ সালের কিছু আর্টিকেলে দেখলাম অনেক এ্যাপ এখনও চলে না।
তো প্রশ্ন হচ্ছে, সৌদি আরব থেকে ভিডিও কল করার জন্য FaceTime, Messenger, Signal বা WhatsApps ব্যবহার করা যায় কী? কিংবা অন্য কোন এ্যাপ (Imo ছাড়া)?