টপিকঃ সেরা কী শিখলেন?
আমাকে যদি কেউ প্রশ্ন করেন তুমি কার? আমি বলবো আমি নিজের ! যদি বলেন তুমি কার জন্য বেঁচে আছো? আমি বলবো আমি আমার জন্য বেঁচে আছি! তুমি কী পেতে চাও? আমি বলবো আমি আমার জন্য যা কিছু সুখের তার সব পেতে চাই! কিন্তু আজ অনেক দিন পর আমার বিবেক আমাকে প্রশ্ন করল তুমি কী এই ভাবে পেতে চাও!!!
মুখ বন্ধ হয়ে অন্তরটা বললো না… না.. না আমি আমার মা কে পেতে চাই। আমার কিছুই চাই না শুধু মাকে চাই, শুধুই মা কে চাই । তখন আমার বিবেক আমাকে বললো অভাগা, কারো থেকে নিয়ে নয়, কাউকে দিয়ে পেতে হয়। কেউই কারো নয়, তবে সবাইকে নিজের করে নিতে হয়। তাই
আজ আমি শিখলাম,,
আপনার লয়ে বিব্রত রহিতে,
আসে নাই কেহ অবনি পরে
সকলের তরে, সকলে আমরা,
প্রত্যেকে আমরা পরের তরে
#সংগৃহীত