টপিকঃ রোডে রেস্টুরেন্টে গুলোতে স্বল্প বিরতি গাড়ি থেকে খাবার দাম ২/৩গুন নেয়?
যাত্রাপথে হাইওয়ে রোডে রেস্টুরেন্টে এবং অন্যান্য যে দোকানগুলোতে গাড়ি কিছুক্ষণ এর জন্য বিরতি দেয়, সেসব দোকানে পণ্যের দাম দ্বিগুণ কেন রাখা হয়? এ বিষয়ে নীতিমালা কী? তাদের বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেয়া যায় না?
দাম বেশী নেয়ার কারণ,
১। এসব ক্ষেত্রে দোকানীকে বেশ দূর থেকে জিনিষ কিনে আনতে হয়, পরিবহন ব্যয়টি যুক্ত করা হয়,
২। প্যাসেঞ্জাররা তাৎক্ষণিক প্রয়োজনে, কিনেই নেবেন, এরকম একটা ধারনা কাজ করে,
৩। এসব জায়গায় স্বল্প সংখ্যক দোকানের জন্য, বিকল্প পছন্দের জায়গাটি সীমিত, প্রায় নিরুপায় হয়েই কিনতে হবেই, এটাও হিসেবে রাখা হয়,
৪। নির্দিষ্ট সময় ধরে, অর্থাৎ ওই গাড়ী যতক্ষন থামলো, সে সময়টাতেই বিক্রী, সব সময় তো বিক্রী হচ্ছে না, সুতরাং, যতটুকু সম্ভব চড়া দামে বিক্রি করে পয়সা কামিয়ে নেয়ার ইচ্ছে,
নীতিমালা,
কোনো অবস্থায়ই MRP (Maximum Retail Price) এর চাইতে বেশী দাম নেয়া যাবে না।
আইনী ব্যবস্থা,
বলবৎ আছে। নির্ধারিত মূল্যের বেশী নেয়ার জন্য, আইনের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে, উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে কনজিউমার্স ফোরামে যাওয়া যায়।
প্রমাণিত হলে, পেনাল্টি হবেই।
কিন্তু, সমস্যা হচ্ছে, সব ক্ষেত্রে তো এটা সম্ভব হচ্ছে না। কারণ, খাবারের ক্ষেত্রে ভাত, রুটি, মাছ, মাংস, ইত্যাদির ক্ষেত্রে MRP র ব্যাপারটি নিয়ে চুড়ান্ত সিদ্ধান্তে আসা খুবই কঠিন।
সুতরাং, লোকে এসব জায়গায় বেশী দামে কেনার একটা আগাম মানসিক প্রস্তুতি রাখেন এবং কিনে নেন।
ভাবেন, "থাক, ঝামেলা কইরা কী লাভ" এবং অধিকাংশ ক্ষেত্রে এই ভাবনা, দোকানির ক্ষেত্রে প্রশ্রয়স্বরূপ হয়ে উঠে।
পাঠক মন্তব্যঃ যাত্রী বিরতি মানে তো পায়খানা আর প্রসাব করা ! আর যাত্রীর পায়খানা প্রসাবের ব্যবস্থা করেছে আর পায়খানা প্রসাবের পর টা পরিস্কার করবে - এর জন্য দামটা একটু বেশী !!
#সংগৃহীত