টপিকঃ শান্তিচুক্তি
স্ত্রী> তুমি কি কখনও রাশিয়া বা ইউক্রেন গিয়েছ?
স্বামী> না তো।
স্ত্রী> তোমার অফিস কি তোমাকে বিজনেস ট্রিপে রাশিয়া বা ইউক্রেন পাঠাতে পারে?
স্বামী> না, তেমন কোনও সম্ভাবনা তো দেখছি না। কিন্তু কেন বলত?
স্ত্রী> তুমি কি ওখানে গিয়ে থাকার কথা ভাবছ নাকি?
স্বামী> খেপেছ!
স্ত্রী> তোমাদের কোনও আত্মীয় কি রাশিয়া বা ইউক্রেনে থাকেন?
স্বামী> আরে না না।
স্ত্রী> তাহলে টিভি রিমোটটা আামাকে দাও দেখি।
#সংগৃহীত