টপিকঃ ফুলের নাম : বাগানবিলাস
বাগানবিলাস আমাদের খুবই পরিচিত একটা ফুল গাছ। আমদের দেশের মোটামুটি প্রায় সব জায়গাতেই এই গাছ চোখে পড়ে। মজার বিষয় হচ্ছে নাম শুনে এদেশি মনে হলেও বাগানবিলাস মূলত বিদেশী ফুল।
ফুলের নাম : বাগানবিলাস
অন্যান্য ও আঞ্চলিক নাম : কাগজ ফুল, কাগজি ফুল। ।
Common Name : Bougainvillea, Puti Tai Nobiu
Scientific Name : Bougainvillea spectabilis
"বাগানবিলাস” ফুলের চমৎকার এই নামটি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শোনা যায় তিনি যখন জানতে পারেন Bougainvillea ফুলটির বাংলা কোনো নাম নেই তখন Bougainvillea নামের সাথেই উচ্চারণগত মিল রেখে বাংলা নামকরণ করেন “বাগানবিলাস”।
ইংরেজি Bougainvillea নামটি এসেছে ফুলের বৈজ্ঞানীক নাম Bougainvillea spectabilis
থেকে। আর Bougainvillea spectabilis নামটি এসেছে ফুলের আবিস্কারক "লুই অটোইন ডি বোগেনভিলিয়া" এর নাম অনুসারে।
কাষ্ঠল লতাজাতীয় বাগানবিলাম খুব দ্রুত বেড়ে ওঠে আর ফুলও আসে খুব সহজেই। গাছগুলো ২০ থেকে ৩০ মিটার পর্যন্ত উচ্চতাবিশিষ্ট হতে, তবে বেয়ে উঠার অবলম্বান লাগে। বাগানবিলাসের রয়েছে ১৮টি প্রজাতি আর তাদের রঙের বাহারও কম নয়। লাল, কমলা, হলুদ, সাদা, গোলাপী, বেগুনি ইত্যাদি নানান রঙের হতে দেখা যায় এদের। কখনো কখনো একই গাছে দু রকম রঙের ফুলও দেখা যায়।
জানুয়ারি-মার্চ ফুল ধরার প্রধান সময় কিন্তু কোনো কোনো জাতে প্রায় সারা বছরই অল্পসংখ্যক ফুল দেখা যায়। ফুলগুলোর একটা থেকে আরেকটার দূরত্ব থাকে খুব কম। ফলে ফুল ফুটলে মনে হয় পুরো গাছ যেন ফুলে ছেয়ে রয়েছে।
তিনটি পত্রমঞ্জরীর মাঝখানে ফুটন্ত ফুলগুলো ছোট এবং সমান্তরাল প্রকৃতির হয়। মঞ্জরিপত্রগুলি কাগজের মত পাতলা হয় বলে এই গাছের অপর নাম কাগজ ফুল বা কাগজি ফুল। ফল সরু, ৫ লতি যুক্ত ও একটিমাত্র বীজ সম্বলিত।
এর তেমন কোন ভেষজ গুণের কথা আমার জানা নাই। কীট-পতঙ্গমুক্ত গাছ হিসেবে বাগানবিলাসের পরিচিতি রয়েছে।
বিভিন্ন সময় ছবিগুলি তুলেছি ।
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার স্থান : পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার স্থান : হাতিরঝিল, ঢাকা, বাংলাদেশ।