টপিকঃ কীভাবে কথার কারিগর হতে পারি?
আপনাকে প্রচুর শুনতে হবে।লিসেনিং দক্ষতা বাড়িয়ে দিন।
বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান অর্জন করতে হবে।
একজন ভালো শ্রোতা হওয়া এ ক্ষেত্রে খুবই জরুরী।
নিয়মিত কথা বলা চর্চা করুন।
নিজের সাথে নিজে কথা বলুন।
প্রচুর এফএম রেডিও শুনতে পারেন।
নিয়মিত খবরের বিভিন্ন বিশ্লেষণমূলক প্রোগ্রামগুলো দেখতে পারেন।
কল সেন্টারগুলোতে কিছু সময়ের জন্য জব করতে পারেন।
স্পোকেন এবং সঞ্চালনার উপর আলাদা করে জোর দিন।প্রয়োজনে এগুলোর উপর কিছু কোর্স করতে পারেন।
#সংগৃহীত