টপিকঃ কিভাবে চালাক হওয়া যায় - শেয়ার করুন !
যত বেশি ধরা খাবেন তত বেশি চালাক হবেন।
যত বেশি বিপদে পড়বেন তত বেশি চালাক হবেন।
যত বেশি মানুষের সাথে মিশবেন ততো বেশি চালাক হবেন।
রাজনীতিতে যোগ দিতে পারেন।যারা রাজনীতি করে তারা খুব দ্রুত চালাক হয়ে যান।
প্রেম করুন।যারা প্রেম করে তারাও খুব চালাক প্রকৃতির হয়ে যান।
বৈশ্বিক রাজনীতি এবং কূটনীতি নিয়ে পড়াশোনা করুন।
চালাক হতে হলে আপনাকে বিতর্কিত হতে হবে।
প্রচুর তথ্য সমৃদ্ধ এবং জ্ঞানের অধিকারী হতে হবে।
শব্দভাণ্ডারকে অত্যন্ত সমৃদ্ধ করতে হবে।
পরিস্থিতির চাহিদা অনুযায়ী অ্যাক্ট করতে হবে।
কখন কোন কথা বলতে হবে সেটি বুঝে ফেলতে হবে।
কখন কিউট হতে হবে আর কখন বেয়াদবি করতে হবে, সেটা যখন বুঝে যাবেন,তখনই চালাক হয়ে যাবেন।
#সংগৃহীত