টপিকঃ মেয়েদের বয়স জিজ্ঞেস করা ঠিক না
"মেয়েদের বয়স জিজ্ঞেস করা ঠিক না" এমন কেন বলা হয়?
মেয়েদের বয়স জিজ্ঞেস করা ঠিক না, এটা বলার পিছনে কারণ,
আগেকার সময়ে মেয়েদের অতি অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেতো। কিন্তু, দিন পাল্টেছে, এখন মেয়েদের বিয়ে দেরীতেই হয়, কারণ, শিক্ষা, ক্যারিয়ার এসব বিষয় জীবনে যথার্থভাবেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে, আগেকার মতো অল্প বয়সে বিয়ের ভাবনা, এখন ব্রাত্যই।
বয়স জিজ্ঞেস করলেই, কতোগুলো অস্বস্তিকর প্রশ্নের অবতারণা হতে পারে,
১। এতো বয়স হলো, এখনো বিয়ে হয় নাই ?
২। এই বয়সে, চেহারাটা দেখে অনেক বেশী বয়স বলে মনে হচ্ছে, খুব রোগা, ভীষন মোটা দেখাচ্ছে, ইত্যাদি, ইত্যাদি,
এসব প্রশ্নে অস্বস্থি সৃষ্টি হয়, নিরুত্তর হয়েই থাকতে হয়।
এবং, এই চেহারাটা দেখে অনেক বেশী বয়স বলে মনে হয় কথাটি, একটি মেয়ের নিজের রূপ সৌন্দর্যের উপর নিজের বিশ্বাসকে একদমই অহেতুক বিব্রত করে তোলে।
ফলে, স্বাভাবিকভাবেই, বয়স কমিয়ে বলার ইচ্ছা জাগে,
তবে, আজকাল এসব ব্যাপার গুরুত্বপূর্ন বলে মনে হয় না।
আর, বয়স জিজ্ঞেস করা যে ঠিক নয়, এটার সার্বিক ভাবে কোনো প্রয়োগ ও নেই। কারণ, শিক্ষা, পেশা, চিকিৎসা,এসব ক্ষেত্রে বয়স, প্রয়োজনীয়তা হিসাবে উল্লেখ করতেই হয়।
সুতরাং, যদি খুবই তেমন প্রয়োজনীয় না হয়, তাহলে, মেয়েদের বয়স জিজ্ঞেস করার ব্যাপারে, #চুপ
#সংগৃহীত