Re: বিদায় বেলায় - ০১
"সন্ধ্যা বেলার এই
সময়টা ভালো না।
এই সময় মানুষ বড় একাকী
বোধ করে। তাদের বুক হুহু করে।
অকারণেই তাদের চোখ ভিজে ওঠে।
সন্ধ্যা বেলার এই অদ্ভুত
সময়টাতে প্রিয়জনদের কাছে যেতে
নেই। তবু সব মানুষই প্রিয়জনদের
কাছে যাবার জন্য এই সময়টাই
বেছে নেয়। কেন কে জানে!"
----- হুমায়ূন আহমেদ -----
ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০২০ ইং