টপিকঃ এমন কি কোনো দেশ আছে যেখানে কখনও সূর্য অস্ত যায়না বা রাত হয় না?
কখনোই অস্ত যায়না বা উদয় হয়না এমন দেশ পৃথিবীতে নেই, তবে বছরের অর্ধেক সময় রাত ও অর্ধেক সময় দিন থাকে এমন স্থান সম্ভব। এটা কীভাবে সম্ভব তা নিজেই পরীক্ষা করতে পারবেন যদি আপনার কাছে একটা গ্লোব থাকে।
পৃথিবী যেহেতু নিজ অক্ষে একটু কাত হয়ে ঘুরছে তাই বছরের অর্ধেক সময় সূর্য উত্তর গোলার্ধে বেশি আলো দেয়, মানে তখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল থাকে। এই পুরোটা সময়ে উত্তর মেরুতে দিন থাকে। তখন সূর্য উপরের ছবির মতো ওঠানামা করে শুধু, পুরোপুরি ডুবে যায়না। একই ঘটনা দক্ষিণ মেরুতে ঘটে যখন সেখানে গ্রীষ্মকাল শুরু হয় এবং উত্তরে শুরু হয় শীতকাল। শীতের পুরোটা সময় দুই মেরুই সূর্যের আলোবিহীন কাটায়।
#সংগৃহীত