টপিকঃ পুনর্মিলনী সম্পর্কে জরুরী ঘোষণা...
গেটটুগেদার নোটিশ:
আনন্দের সহিত ফোরামের সম্মানিত সদস্যদের জানাচ্ছি যে, যেসকল সদস্য ইতিমধ্যে নাম নিবন্ধন করেছেন তাদের সংখ্যা ৫০জন। অনুষ্ঠানের উপস্থিতির সংখ্যা ৫০ জনের কোটা নির্ধারণ করেছিলাম আমরা, সেটা ইতিমধ্যে পূরণ হয়েছে। আশাকরি নিবন্ধন করা ৫০ জন সদস্যের সবাই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে খাবারের মেনু একটু আপডেট করা হয়েছে। আমরা বুফে ডিনারের আয়োজন করেছি। এজন্য খরচ আরও কিছু বৃদ্ধি পেয়েছি। যা আগের বাজেটের তুলনায় বেশি। তবুও এই আয়োজন করা হয়েছে। কারণ হিসাব করে দেখা গিয়েছে সদস্যরা যদি মাথাপিছু মাত্র ৫০ টাকা অতিরিক্ত চাঁদা দেয় তবে আমরা ম্যনেজ করতে পারবো। কারণ একজন সদস্যের জন্য ১৫০টাকা হয়তো খুব বেশি হবে না। সুতরাং সকল সদস্যকে ১৫০টাকা করে কন্ট্রিবিউট করতে হবে।
আর একটি জরুরী বিষয় হলো আয়োজকদের সিন্ধান্ত অনুযায়ী নিবন্ধনকৃত নামের তালিকায় ক্রম অনুসারে ৫০ জনের অধিক যারা তাদেরকে মাথাপিছু ৩০০ টাকা হারে চাঁদা দিতে হবে। কারণ কয়েকজন ব্যক্তি এই অনুষ্ঠানের জন্য অর্থ ডোনেট করেছেন। ডোনেটের অর্থ দিয়ে এর বেশি লোকের জন্য আয়োজন করা সম্ভব হবে না।
বি:দ্র: আমরা খুব শীঘ্রই লিস্টটি ফোরামে প্রকাশ করব।
রক্তের গ্রুপ: B(-)