টপিকঃ হা! হা! হি! হি! -৫৫
ছেলে দৌড়ে এসে বাবাকে জিজ্ঞেস করে।
ছেলে: বাবা, মানুষের জন্ম এবং এত মানুষ কিভাবে হলো?
বাবা: প্রথমে একজোড়া নারী ও পুরুষ থেকে বেশ কয়েকজন শিশুর জন্ম হয়। এই শিশুরা বড় হয়ে জোড়ায় জোড়ায় ঘর বাঁধে। ওদের থেকে আরও অনেক শিশুর জন্ম হয়। এরাও বড় হয়ে জোড়ায় জোড়ায় ঘর বাঁধে- আর এভাবেই এত মানুষ দেখছো।
ছেলে দৌড়ে মায়ের কাছে যায়।
ছেলে: মা, মানুষের জন্ম এবং এত মানুষ কিভাবে হলো?
মা: মানুষের সৃষ্টি মূলত বানর থেকে। একসময় বানরেরা গাছ থেকে নেমে এসে দু’পায়ে চলতে থাকে। তারপর আস্তে আস্তে বানর থেকে ক্রমশ মানুষে পরিণত হয়। ছেলে আবার দৌড়ে বাবার কাছে আসে।
ছেলে: বাবা, বাবা। মা যে বললো মানুষের সৃষ্টি বানর থেকে?
বাবা (গম্ভীরভাবে): তোমার মা ওটা তোমার মায়েদের সাইডের কথা বলেছে।
আমার একটা মামু আছে, দেখতে মিরিন্ডার বতলের মত, যেমন হ্যানসাম তেমন কমলার জুসের মত গায়ের রং, ঠোটটা একটু কালো, সাদা লেজ দেওয়া মালবোরু খায়তো তাই ঠোটে ছেকা লাগে, ওটা কোন সমস্যা না সিষকাগজ দিয়া ঘষা দিলে ঠিক হয়ে যায় , তিনি আবার মুহাশিক্ষিত, কোথাও সাক্ষরের কথা আসলে বৃদ্ধা আঙ্গুল দেখায়, কেউ জোর করে দিতে বললে কলম ভাঙ্গে, মামু গেছে বিয়ে করার জন্য কনে দেখতে , যতারীতি প্র থমে কনের নানির সাথে পরিচিতি ও কথাবার্তা হল, কথার এক ফাঁকে মামু {কনের নানির কাছে} জেনে নিল কনে মেট্রিক পাস, একটুপর কনে আসল লেবুর শরবত নিয়ে, দেখে পছন্দ করল মামু, দিলও কয়েকটা হাজার টাকার নোট, কথা বলতে গিয়া ঘঠল অঘটন,
মামু প্রশ্ন করল~ লেখা পড়া কতদূর,
কনে জবাব দিল~ এস. এস. সি. পাস,
শুনে রেগে আগুন মামু~ হ্যা এটা মিথ্যুকের দল আমার সাথে মিথ্যা বলল, নানী বলছে মেট্রিক, নাতিন বলে এস এস সি ? হ্যা আমিকি বুঝিনা ? মনে কর কিছু জানিনা ? হ্যা ?
.... পরিশেষে, কনে পক্ষ বুঝে নিল যা বুঝার, মামুর আর বিয়ে করা হলনা ! এখন শুধু মেট্রিক পাস কনে খুঁজে ,,,,
আবুলের ছেলে ৪র্থ শ্রেণী তে ফেল করায় তাকে ৩য় শ্রেণীতে ডিমোশন দেয়া হল! ৩য় শ্রেণীতেও সে ফেল করলো! তাকে২য় শ্রেণীতে ডিমোশন দেয়া হল! ছেলের এই অবস্থা দেখে Boltu তার বউকে বলল বউ রেডি থাকো, পোলা কিন্তু আবার জায়গা মত ফিরা আইতাছে !!!