টপিকঃ মজার কৌতুক (জোকস)
আপনি এমন কোন মজার কৌতুক (জোকস) শুনেছেন বা পড়েছেন যাতে আপনার হাসতে হাসতে পেটে খিল ধরেছিল?
এক বৃদ্ধ বিয়ে করেছেন ১৮ বছরের এক তরুণীকে। তারপর তারা ডাক্তারের স্মরণাপন্ন হলেন একটি সন্তানের জন্য। ডাক্তার তাদেরকে একটি গল্প শুনালেন:— জানতে চাইলে পড়তে হবে-!!
এক লোক বনে গেছেন বাঘ শিকার করতে। বনে যাওয়ার পর বাঘও সামনে চলে এসেছে, উনি গুলি করতে যাবেন এই সময় লক্ষ্য করলেন বন্দুকের পরিবর্তে তিনি ভুলে ছাতা নিয়ে এসেছেন। কি আর করা, তিনি ছাতা তাক করলেন, গুলিও করলেন, বাঘও মরলো।
" গল্প শুনে বৃদ্ধ বললেন, " এটা কি করে সম্ভব, নিশ্চয়ই পাশে থেকে কেউ গুলি করেছে। " তখন ডাক্তার সাহেব বললেন আপনি ঠিকই ধরেছেন।