টপিকঃ নতুন শহর, নতুন সব কিছু!
দেখতে দেখতে সময় পার হয়ে যাচ্ছে! ২০২১ পার করে ২০২২ এ দিকে!
সকালে ঘুম থেক উঠে দেখি সুর্য্য উঠে ৭ টায়, বিকাল হতে না হতেই দেখি ঘুটঘুটা অন্ধকার! মন টা মাঝে মাঝে খুব খারাপ হয়ে যায়! এর থেকে কি আমার ঢাকা শহরটা বেশ ভাল ছিল না! সকালে উঠে অনন্ত পাখির আওয়াজ শুনতে পেতাম! খোলা বাতাসের ঘ্রানটাই অন্য রকম ছিল! শীতের সকালের সুর্য্য এর নরম আলোটা ভীষণ মিস করছি আর মিস করছি আমার খোলা বারান্দার আসা চড়ই পাখিগুলোর কিছির মিছির! মশার যন্ত্রনায় ফ্লাটের সব বারান্দা- কাঁচের জানালা দিয়ে আটকে দিয়েছিল আম্মা! শুধু আমার শোবার ঘরের বারান্দার অংশটাই খোলা। শুধু এই পাখি আনার-গোনার জন্য অনেক ঝগড়া ঝাটি করে খোলা রাখা! মনের শান্তি বলে কথা !
চোখ বন্ধ করলেই আমার চেনাজানা শহর ছাড়া কিছু চোখে ভাসে না এখন! সেই শহরে আমার কিছু পরিচিত মুখ ছাড়া কারো কথা মনেও পড়ে না! কিছু বান্ধবি আছে যাদের সাথে এক রকম জোর করেই বন্ধুত্ব রাখা ছিল- সেটা এখন মনে হচ্ছে! কিন্তু এরা ছাড়া আর কেই বা ছিল! কাজিন বলতে যারা তারাও এখন এক রকম দুরত্ব বজায় আছে! আগেও যে খুব কথা হত তা না, কিন্তু ইচ্ছা হলে গিয়ে দেখা করা যেত; যেটা হয়তো এখন সম্ভব না!
এক এক শহরের এক এক নিয়ম। বলার সুযোগ নাই এই শহর থেকে ওমুখ শহর ভাল। ওমুখ শহর থেকে তুমুখ শহর ভাল! সেটা হোক ঢাক, হোক দিল্লি, হোক নিউ ইয়্যার্র হোক টরেন্টো অথবা লন্ডন আর সেটা হোক আজারবাইজান আর কায়রো অথবা মক্কা বা মদিনা বা জেরুজালেম; স্যতি বলার সুযোগ নাই।
এক এক দেশ এক এক শহর; এক এক রকম আনন্দ, এক এক বেদনা নিয়ে গড়া! নিজের প্রয়োজনে মানুশ নিজেই একদেশ থেকে অন্যদেশ, এক শহর থেকে অন্য শহরে ঘুরে বেড়ায়! তখন নিজের দেশ-নিজের শহর এর কমতি গুলোকে অনেক তুচ্ছই মনে হয়! যেমন এখন আমার মনে হচ্ছে! খালি তুচ্ছ না "নিজের দেশের নিজেই রাজা; অন্য দেশের আমি প্রজা!" রোজ রাতে এই কথাটা আমি নিজেকে বলি আর ঘুমাতে যাই!
বেশ কয়েকটা দেশ ঘুরে কখনও নিজের দেশটা মিস করি নাই যতটা আজকে করছি!! এখন তো আর চাইলে যেতে পারছি না! আর যেতে পারব কিনা তাও জানি না! অনিশ্চিত এক ভবিষ্যৎ !!!
এমন একটা সময় আমাদের সবার যাচ্ছে স্বপ্ন দেখা আর বোনা দুটাই দুষ্কর।
ধুলামাখা বালি উড়া ঢাকা শহরটাকে স্যতি অনেক মিস করছি! কতটা করছি বলে বোঝানো যাবে না!
প্রজন্ম ফোরামের মানুশ গুলোকে আর লেখা গুলোকে মিস করছি!
এখন বুঝতে পারছি প্রবাসী লেখক যারা; তারা এমনি এমনি এসে প্রজন্ম ফোরামে সময় দিত না!
এই শহরের বাতাস যতই পরিষ্কার হোক মানুশ যতই বলুক, এই শহরের বাতাসও পরিষ্কার না!
মানুশের হাসি-কান্নায় এই শহরের বাতাসও অনেক ভারি হয়ে আছে, অনেক প্রাপ্তি অপ্রাপ্তির ভীরে!
জেমস-কে অনেক ধন্যবাদ সেই ফেসবুকের চিপা থেকে অবিস্কার করে, ওয়ার্ডপ্রেস থেকে এইখানে টেনে আনার জন্য!
উদাদা আর অরুন দাকে অনেক ধন্যবাদ! কেন সেটা মনে হয় আমার আপনাদের বলতে হবে না!
মেহেদি৮৩ আর রমাকেও ধন্যবাদ প্রজন্মে টিকে থাকতে অনেক ভাবে সাহায্য করার জন্য!
এর বেঙ্গল বয় আর ছায়ামানব ওদের কথা আর নাই বললাম! ফোরামের বাইরের মানুশ!
নতুন বছরের আগাম শুভেচ্ছা সবাইকে! যে যেখানে থাকুন সাবধানে থাকুন, সুস্থ থাকুন।
ছোট একটা জীবন, কার-কখন কোথায় দিন শেষ হবে কেউ জানে না! তাও ভাল থাকার চেস্টা করা মাত্র!
বিঃদ্রুঃ বানান ভুলগুলো চোখে ফিল্টার লাগায় পড়ে নেবার জন্য ধন্যবাদ!