টপিকঃ প্রত্যাবর্তন

সর্বশেষ সম্পাদনা করেছেন আউল (৩০-০১-২০২১ ১২:২৬)

Re: প্রত্যাবর্তন

Re: প্রত্যাবর্তন

ফোরামে শেষ লিখেছিলাম ২০১৮ সালে। অনিয়মিত হয়েছিলাম তারও বহু আগে। লেখক হিসাবে। পাঠাক হিসাবে দিনে অন্তত কয়েকবার ফোরামে ঢু মারতাম। লেখা (অন্যদের) একদম কমে যাওয়ায় তাও বন্ধ হয়ে গেল। মনে হয় শেষ দুবছর ফোরামে লগ ইন ই করা হয়নি। আজ লগ ই করলাম। সত্যি বলতে খুব খারাপ লাগছে। আমি এমনিতেই একটু আবেগ প্রবণ।

এই ফোরামের কাছে এবং এর অনেক সদস্যের কাছে আমি অনেক কৃতজ্ঞ। বহু সহযোগিতা পেয়েছি এখানে। কত না সুন্দর সময় কেটেছে এখানে। সাথে অল্প কিছু কষ্ট। প্রজন্ম ফোরাম ভালো থাকুক। সাথে এর সদস্যরা।

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

Re: প্রত্যাবর্তন

বছর এর শেষ-এ এসে এই লেখা আমার চোখে পড়ল  roll isee

Re: প্রত্যাবর্তন

কয়েকদিন ফোরাম ভেটকি খেয়ে ছিলো। মনে কু ডেকেছিলো, থামলো বোধহয় প্রজন্মে পথ চলা।

Re: প্রত্যাবর্তন