Re: রঙ্গিন পাখা
মাশাআল্লাহ
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » রঙ্গিন পাখা
মাশাআল্লাহ
আলহামদুলিললাহ
ভালো
ভালো
ধন্যবাদ
মোর মন যেতে চায় না পাঠশালাতে
প্রজাপতি, তুমি নিয়ে যাও সাথী করে তোমার সাথে...
ছবি তোলার স্থান : ময়মনসিংহ, বাংলাদেশের।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং
ভালো
ভালো
শুকরিয়া
প্রজাপতি পায় অবকাশ. ভালোবাসিবারে কমলেরে।
মধুকর সদা বারোমাস. মধু খুঁজে খুঁজে শুধু ফেরে।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : রামু, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
ওরে প্রজাপতি, মায়া দিয়ে কে যে পরশ করল তোরে
অস্তরবির তুলিখানি চুরি ক'রে॥
হাওয়ার বুকে যে চঞ্চলের গোপন বাসা
বনে বনে বয়ে বেড়াস তারি ভাষা,
অপ্সরীদের দোলের খেলার ফুলের রেণু
পাঠায় কে তোর পাখায় ভরে॥
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১১/০৯/২০২০ ইং
আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি।
আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১১/০৯/২০২০ ইং
আমি প্রজাপতি ফিরি রঙিন পাখায়,
কবি তো আমার পানে তবু না তাকায়।
বুঝিতে না পারি আমি, বলো তো ভ্রমর,
কোন গুণে কাব্যে তুমি হয়েছ অমর।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১১/০৯/২০২০ ইং
একটি প্রজাপতি,
দঃসাহসে বসলো এসে
আলোর মুখোমুখি;
চিত্রিত নয় কালো রঙের
পাখনা দু'টি মেলে ।
এবার বুঝি এলে ?
----- নির্মলেন্দু গুণ -----
ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১১/০৯/২০২০ ইং
প্রজাপতি উড়ে বেড়ায়
ফুল থেকে ফুলে
ফুলেরা সুবাস ছড়ায়
হাওয়াতে দুলে।
----- শাহাদাত হোসেন বাবু -----
ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১১/০৯/২০২০ ইং
ছবি তোলার স্থান : কাওরাইদ, গাজীপুর, বাংলাদেশের।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং
ছবি তোলার স্থান : রামু, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
ছবি তোলার স্থান : কাওরাইদ, গাজীপুর, বাংলাদেশের।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং
ছবি তোলার স্থান : কাওরাইদ, গাজীপুর, বাংলাদেশের।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং
ছবি তোলার স্থান : কাওরাইদ, গাজীপুর, বাংলাদেশের।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং
ছবি তোলার স্থান : কাওরাইদ, শ্রীপুর, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/১২/২০২০ ইং
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » রঙ্গিন পাখা
০.০৬৪৭৩৯৯৪২৫৫০৬৫৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৩.৫৪৯৫৬৮৩৪৯২৯৮ টি কোয়েরী চলেছে