টপিকঃ শিক্ষার্থী আন্দোলনের প্রথম শহীদ
সেন্টযোসেফ ইংলিশ ভার্সন সায়েন্স ১ম বর্ষের
মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন হত্যাকাণ্ড -
ইতিহাসের আরেকটি বর্বর হত্যাকাণ্ড !
তার বাবা একজন #গার্মেন্টসশ্রমিক , অসুস্থ, শয্যাশায়ী , বেকার, টাকা নেই, ক্ষমতা নেই ! তাই মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন হত্যাকাণ্ডের বিচার হয়নি - ঘাতক ধরা হবেও না কোনদিন !!
উল্লেখ্য, ২০১৮ সালে জুলাইয়ে রাজধানীর রমিজ উদ্দিন কলেজের করিম-দিয়া আন্দোলনের প্রতিশোধ হিসেবে , ২০১৯, ১১ই ফেব্রুয়ারি, আন্দোলন কেন্দ্রের কয়েক গজ উত্তরে শেওড়া বাস স্ট্যান্ড (#আদনানচত্তর) সেন্টযোসেফ থেকে ফেরার পথে, জেব্রা ক্রসিংদিয়ে রাস্তা পারাপারের সময়ে শিক্ষার্থী পোশাকে দেখে ঘাতক চালক আক্রোশের বশবর্তী হয়ে ঠান্ডা মাথায় হত্যা করে, আজৌ ঘাতকদের ধরা হয়নি, বরং ঘাতক হত্যাকাণ্ডের পর বাস রেখে পালায়, মালিক এসে হত্যাকাণ্ডে ব্যবহৃত বাসটিও নিয়ে যায়!
শিক্ষার্থী আন্দোলনের প্রথম শহীদ আদনান তাসিন হত্যাকাণ্ডের বিচার চাই