টপিকঃ নাফাখুম অভিযান ২০২০

Re: নাফাখুম অভিযান ২০২০

কিন্তু সবকিছু সব সময় পরিকল্পনা মাফিক হয় না। আমার বিবি সাহেবার বড় ভাই তাদের চাচাতো ভাইয়ের একটি ঝগড়া ফিরাতে গিয়ে শুধু শুধু পুলিশি ঝামেলায় পরে যায়। ঝগড়া ফিরাতে গিয়ে বড় শালা সাহেব ৬ নাম্বার আসামী আর ঝগড়ার ধারে কাছেও না থেকে ছোট শালা সাহেব ৪ নাম্বার আসামী। এদিকে আমাদের বাসের টিকেট কাটা হয়ে গেছে, সময় এগিয়ে আসছে যাত্রার দিনের, অথচ শালা সাহেবদের এখনো জামিন করাতে পারি নাই। ওদের জামিন না করিয়ে বেরাতে গলে সরাজীবনের জন্য একটা খোঁচা শুনার ব্যবস্থা করা হয়ে যাবে। শেষে কোনো উপায় না পেয়ে বাকি টিমমেম্বারদের না জানিয়ে হীরা, ইস্রাফীল ও আমার টিকেটের ডেট পিছিয়ে নিলাম। বাকি সদস্যদের বিষয়টি জানালে তারাও আমার সাথেই যাবার জন্য জেদ ধরেবে জানি। আমাকে ছাড়া যেতে চাইবে না। অথচ অনেক হিসাব নিকাশ করে ডেট ঠিক করা হযেছে। কয়েকজন ছুটি নিয়েছে অফিস থেকে, তাই আগের ডেটেই যাত্রা শুরু করতে হবে। এরমধ্যে ঝামেলা মিটাতে পারলে আমি সাথে যাবো। মিটাতে না পারলে পরে গিয়ে ওদের সাথে যোগ দিবো।

Re: নাফাখুম অভিযান ২০২০

বিধিবাম, সময় মতো ঝামেলা মিটানো গেলো না। আসামীদের (দুই শেলক সহ) কোটে হাজির করানো হলো জামিনের জন্য। কিন্তু জজ সাহেব উকিলকে ডেকে জানিয়ে দিলেন আসামী জামিন হবে না, আসমীকে নিয়ে চলে যান (উকিলের পাওয়ারের কাছে জজ বন্দী)। এবার আবার দেনদরবার শেষে ১০০% নিশ্চয়তা পাওয়া গেলো ২৬ তারিখ সকালে জামিন হয়ে যাবে।

করার কিছু নেই। আমাদের ৩ জনের টিকেট ২৬ তারিখ রাতে করিয়ে নিলাম আবার। আর ২৪ তারিখ সন্ধ্যার পরে যখন সকলে এসে উপস্থিত হলো তখন জানালাম আমি পরে আসছি। অনেক কষ্ট সকলকে বুঝিয়ে রাজি করালাম। ২৭ তারিখে যদি আমি না যাই তাহলে সকলের খরচ আমি দিবো, এই বুঝ দিয়ে ওদের রাতের বাসে উঠিয়ে দিলাম।

যথারিতি ২৬ তারিখে প্রায় সারা দিন চলে গেলো কোটে। শেলক সাহেবদের জামিন করিয়ে ফিরলাম বাসায়। বাকিদের ফোন করে জানিয়ে দিলাম আমি রওনা হচ্ছি রাতের গাড়িতে, পরদিন সকালে দেখা হচ্ছে ওদের সাথে। থানচিতে তখন আনন্দের বাধ ভেঙ্গেছে। আমাদের আগমন উপলক্ষে বিশাল পার্টির আয়োজন সেখানে।

সর্বশেষ সম্পাদনা করেছেন মরুভূমির জলদস্যু (১৮-০৮-২০২১ ১২:৪৩)

Re: নাফাখুম অভিযান ২০২০

Re: নাফাখুম অভিযান ২০২০

Re: নাফাখুম অভিযান ২০২০

Re: নাফাখুম অভিযান ২০২০

Re: নাফাখুম অভিযান ২০২০

Re: নাফাখুম অভিযান ২০২০

১০

Re: নাফাখুম অভিযান ২০২০

১১

Re: নাফাখুম অভিযান ২০২০