Re: নদী ও নৌকা
লিলুয়া বাতাস, নিরাগ পানি, আয়েসি বৈঠার ছুপ।
শালুক-সাদায় ঘাসফড়িংটা উড়তে উড়তে চুপ।
কালো পানকৌড়ি ভাসতে ভাসতে ডুব॥
----- জলের গান -----
ছবি তোলার স্থান : লালা খাল, সিলেট, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/১০/২০১৪ ইং
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » নদী ও নৌকা
লিলুয়া বাতাস, নিরাগ পানি, আয়েসি বৈঠার ছুপ।
শালুক-সাদায় ঘাসফড়িংটা উড়তে উড়তে চুপ।
কালো পানকৌড়ি ভাসতে ভাসতে ডুব॥
----- জলের গান -----
ছবি তোলার স্থান : লালা খাল, সিলেট, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/১০/২০১৪ ইং
মেঘনা রাণী লঞ্চ
ছবি তোলার স্থান : চাঁদপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৭/০১/২০১৭ ইং
ছবি তোলার স্থান : টেকনাফ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং
বন্ধ হয়ে এল স্রোতের ধারা,
শৈবালেতে আটক প’ল তরী।
নৌকা - বাওয়া এবার করো সারা—
নাই রে হাওয়া, পাল নিয়ে কী করি।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : ইনানী, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
অপেক্ষায়....
ছবি তোলার স্থান : ইনানী, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
ছবি তোলার স্থান : ইনানী, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
লিলুয়া বাতাস, নিরাগ পানি, আয়েসি বৈঠার ছুপ।
শালুক-সাদায় ঘাসফড়িংটা উড়তে উড়তে চুপ।
কালো পানকৌড়ি ভাসতে ভাসতে ডুব॥
----- জলের গান -----
ছবি তোলার স্থান : ইনানী, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
ছবি তোলার স্থান : কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং
বতীরের পানে চেয়ে থাকি পালের নৌকা ছাড়ি--
গাছের পরে গাছ ছুটে যায়, বাড়ির পরে বাড়ি।
দক্ষিণে ও বামে
গ্রামের পরে গ্রামে
ঘাটের পরে ঘাটগুলো সব পিছিয়ে চলে যায়
ভোজবাজিরই প্রায়।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
কত আশা অনুরাগে হৃদয় দেউলে রেখে
পূজিনু তোমারে পাষাণ, কাঁদিলাম ডেকে ডেকে।
এস অভিনামি ফিরে, নিরাশায় এ তিমিরে
চাঁদের তরণী বাহি’।
----- কাজী নজরুল ইসলাম -----
ছবি তোলার স্থান : কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
রাত্রির সংকেতে নদী যতদূর ভেসে যায়- আপনার অভিজ্ঞান নিয়ে
আমারো নৌকার বাতি জ্বলে;
মনে হয় এইখানে লোকশ্রুত আমলকী পেয়ে গেছি
আমার নিবিষ্ট করতলে;
সব কেরোসিন-অগ্নি মরে গেছে; জলের ভিতরে আভা দ’হে যায়
মায়াবীর মতো জাদুবলে।
----- জীবনানন্দ দাশ -----
ছবি তোলার স্থান : কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
কাগজের নৌকা কেউ বানিয়েছে তা
চুপচাপ ভাসিয়েছে জলে
রেলগাড়ি ঝমাঝম, কেউ বেশি কেউ কম
নিজস্ব কথাটুকু বলে
----- জলের গান -----
ছবি তোলার স্থান : কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » নদী ও নৌকা
০.০৬৩৬৭৫১৬৫১৭৬৩৯২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৭.২৫৯৫৭৯৯৯৪৯৮৩ টি কোয়েরী চলেছে