টপিকঃ দেখার কেউ নেই সিরিজ - ১৮০,০০০,০১৩
#গনপরিবহন
#স্বাস্থ্যবিধি
#COVID19Bangladesh
অর্ধেক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা ! বাস্তবে রডও খালি নেই, ভাড়া কিন্তু দ্বিগুণ মাস্ক পরা কিংবা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এখনো কোন গুরুত্ব নেই গনপরিবহনে !! এইসব দেখার কি কেউ আছে ? আর যে নির্দেশ গনপরিবহন মানে না সেই নির্দেশ দিয়ে কি লাভ? শুধু শুধু নিজেদের হালকা ১৮ কোটি মানুষের কাছে !! তাদের বাণী ঃ "গনপরিবহনে স্বাস্থ্যবিধির কথা বলিয়া লজ্জা পাইবেন না" কারন আপনাদের নির্দেশ আমরা মানবনা