টপিকঃ সড়কহত্যা বন্ধে এগিয়ে আসতে হবে
#সড়কদুর্ঘটনা নামের আড়ালে অবাধ সড়ক হত্যা বন্ধে এগিয়ে আসুন ঃ
২০১৮ সালের করিম-দিয়া আন্দোলনে সৃষ্ট ক্রোধও আক্রসে হত্যাকাণ্ডের শিকার - ২০১৮ সালের আন্দোলনের #প্রথমশহীদ - মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন সহ সকল হত্যাকাণ্ডের বিচার চাই.।
#সড়কহত্যাকাণ্ডের প্রতিবাদ হচ্ছেনা, ধরা হচ্ছেনা বলেই
অনুপ্রাণিত হয়ে সড়কহত্যা বেড়েই চলেছে,তার উপর ২০১৮ সালে পাসকৃত "সড়কআইন" নমনীয় শিথিল করা হচ্ছে ! কিন্তু কোন প্রতিবাদ নেই